তৃতীয় ধাপের পৌর নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষদিনে বৃহস্পতিবার বরিশালের গৌরনদী পৌরসভার নির্বাচনে মেয়র পদে ২ জন প্রার্থী, সাধারন কাউন্সিলর পদে ৩২ জন প্রার্থী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছে।
আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমান এবং বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ও পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক শরীফ জহির সাজ্জাদ হান্নান মনোনয়ন পত্র দাখিল করেছেন।
মনোনয়ন পত্র জমাদানের শেষদিন গতকাল বৃহস্পতিবার দুপুরে সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মিজানুর রহমানের নিকট মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা এ মনোনয়ন পত্র দাখিল করেন।
আরও পড়ুন : বাউফলে পৈশাচিক নির্যাতনের শিকার নবম শ্রেণীর এক ছাত্রী
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া, ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, গোলাম হাফিজ মৃধাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও বিকেল তিনটার দিকে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী শরীফ জহির সাজ্জাদ হান্নান মনোনয়নপত্র দাখিল সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান মিন্টু, ফরিদ হোসেন মিয়া, সরকারি গৌরনদী ছাত্র সংসদের সাবেক ভিপি জাকির হোসেন রাজা, যুবদল শামীম আহম্মেদ, শরীফ জসিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের সভাপতি রিয়াজ ভূইয়াসহ অন্যান্যরা।