বরিশালের গৌরনদী উপজেলার বার্থী-বড়দুলালী খালের মধ্যে থেকে অজ্ঞাতনামা এক নারীর (৩০) বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
গত বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে উপজেলার বার্থী কওমী মাদ্রাসা সংলগ্ন ওই খাল থেকে বস্তাবন্দি ওই অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান জানান, মাদ্রাসার ছাত্ররা ক্রিকেট খেলার বল খালে তুলতে গিয়ে বস্তার মধ্যে লাশ দেখতে পায়।
এরপর পুলিশকে খবর দিলে বিকেল ৫টার দিকে লাশ উদ্ধার করা হয়েছে। ওই নারীর বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর হবে। বস্তার মধ্যে ফুলে যাওয়ায় লাশের কোন আকৃতি বোঝা যায় না।
আরও পড়ুন : বাউফলে গাছের সঙ্গে শত্রুতা
সেলোয়ার পরা ওই নারীর লাশ অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। কমপক্ষে ৮-১০দিন আগে লাশটি খালে পড়া ছিল। তবে ধারনা করা হচ্ছে হত্যার পর বস্তায় ভরে লাশটি খালের মধ্যে ফেলে গেছে দূর্বৃত্তরা।
এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য নারীর লাশটি আজ শুক্রবার সকালে বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।