Dhaka শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় আ.লীগ নেতাসহ গ্রেফতার ৪

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : 

গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আওয়ামী লীগের চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ও রাতে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে তিন জনকে ও শহরের গেটপাড়া থেকে আরও একজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

গ্রেফতাররা হলেন- পৌর আওয়ামী লীগের সহসভাপতি এস এম মাহমুদ, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম মিনা, জেলা আওয়ামী লীগ নেতা তৌফিকুর রহমান ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি রুহুল তালুকদার।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে তিন জনকে এবং গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকায় অভিযান চালিয়ে সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম মিনাকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী গ্রামে যাচ্ছিলেন। বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার গাড়িবহরে হামলা চালায়। এ সময় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হয়। পরে নিহতের লাশ ঢাকা-খুলনা মহাসড়কের ঢালে ফেলে রাখা হয়।

এ ঘটনায় ১৭ সেপ্টেম্বর দিদারের স্ত্রী রাবেয়া রহমান বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১১৭ জনের নাম উল্লেখ এবং আরও ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান আরও বলেন, ‘শওকত আলী দিদার হত্যা মামলায় চার জনকে গ্রেফতার করে গোপালগঞ্জ সদর থানায় এনে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজ শুক্রবার (৪ অক্টোবর) তাদের আদালতে পাঠানো হবে।’

জনপ্রিয় খবর

আবহাওয়া

আমতলী-তালতলী আঞ্চলিক সড়ক বেহাল, দুর্ভোগে স্থানীয়রা

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় আ.লীগ নেতাসহ গ্রেফতার ৪

প্রকাশের সময় : ০৯:৩৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : 

গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আওয়ামী লীগের চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ও রাতে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে তিন জনকে ও শহরের গেটপাড়া থেকে আরও একজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

গ্রেফতাররা হলেন- পৌর আওয়ামী লীগের সহসভাপতি এস এম মাহমুদ, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম মিনা, জেলা আওয়ামী লীগ নেতা তৌফিকুর রহমান ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি রুহুল তালুকদার।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে তিন জনকে এবং গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকায় অভিযান চালিয়ে সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম মিনাকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী গ্রামে যাচ্ছিলেন। বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার গাড়িবহরে হামলা চালায়। এ সময় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হয়। পরে নিহতের লাশ ঢাকা-খুলনা মহাসড়কের ঢালে ফেলে রাখা হয়।

এ ঘটনায় ১৭ সেপ্টেম্বর দিদারের স্ত্রী রাবেয়া রহমান বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১১৭ জনের নাম উল্লেখ এবং আরও ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান আরও বলেন, ‘শওকত আলী দিদার হত্যা মামলায় চার জনকে গ্রেফতার করে গোপালগঞ্জ সদর থানায় এনে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজ শুক্রবার (৪ অক্টোবর) তাদের আদালতে পাঠানো হবে।’