গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :
গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় মো. সীমান্ত রহমান (১৮) নামে এক কাভার্ড ভ্যানের হেলপার নিহত হয়েছেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সীমান্ত রহমান যশোর জেলার বেনাপোল উপজেলার পুটখালী গ্রামের মুফিজুর রহমানের ছেলে।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রোমান মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
কাভার্ড ভ্যানের সহকারীর মৃত্যুর তথ্য নিশ্চিত করে তিনি জানান, বুধবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের পোনা নামক স্থানে খুলনাগামী একটি কাভার্ডভ্যান পেছন থেকে একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই হেলপার সীমান্ত রহমান নিহত হন।
তিনি আরও বলেন, ঘটনার পর কাভার্ড ভ্যান চালক পালিয়ে যান। কাভার্ড ভ্যানটি জব্দ করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। পরে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।