Dhaka বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে ভ্যানগাড়ির চালক নিহত

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : 

গোপালগঞ্জে প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ভ্যানগাড়ির সংঘর্ষে জিকরুল মোল্লা (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে প্রাইভেটকারের তিন যাত্রী।

রোববার (২০ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে সদর উপজেলার চর পাথালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিকরুল বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার বড় গাওলা গ্রামের সামাদ মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে খুলনাগামী একটি প্রাইভেটকার ঘটনাস্থলে আসলে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত ভ্যানগাড়ির সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে ভ্যানচালক নিহত হন।
ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি প্রাইভেটকার চর পাথালিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকার সড়কের পাশে ছিটকে পড়ে এবং ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। এতে ভ্যানচালক জিকরুল ও প্রাইভেটকারের তিনজন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জিকরুলকে মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ভ্যানগাড়ির সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ভ্যানগাড়িটি দুমড়ে মুচড়ে যায় গিয়ে চালক নিহত হন। প্রাইভেটকারটি রাস্তার পাশে খাঁদে পড়ে যায়। খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে তারা গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে জিকরুলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাইভেটকার জব্দ করা হলেও চালক পালিয়েছেন।

আবহাওয়া

খুরশীদ আলমকে হাইকোর্টের বিচারপতি পদ থেকে অপসারণ

গোপালগঞ্জে প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে ভ্যানগাড়ির চালক নিহত

প্রকাশের সময় : ০১:৩০:১২ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : 

গোপালগঞ্জে প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ভ্যানগাড়ির সংঘর্ষে জিকরুল মোল্লা (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে প্রাইভেটকারের তিন যাত্রী।

রোববার (২০ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে সদর উপজেলার চর পাথালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিকরুল বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার বড় গাওলা গ্রামের সামাদ মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে খুলনাগামী একটি প্রাইভেটকার ঘটনাস্থলে আসলে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত ভ্যানগাড়ির সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে ভ্যানচালক নিহত হন।
ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি প্রাইভেটকার চর পাথালিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকার সড়কের পাশে ছিটকে পড়ে এবং ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। এতে ভ্যানচালক জিকরুল ও প্রাইভেটকারের তিনজন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জিকরুলকে মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ভ্যানগাড়ির সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ভ্যানগাড়িটি দুমড়ে মুচড়ে যায় গিয়ে চালক নিহত হন। প্রাইভেটকারটি রাস্তার পাশে খাঁদে পড়ে যায়। খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে তারা গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে জিকরুলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাইভেটকার জব্দ করা হলেও চালক পালিয়েছেন।