Dhaka সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল প্রতিবন্ধী যুবকের

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : 

গোপালগঞ্জে ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে কৃষ্ণ বাগচী (২৫) নামে এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

কৃষ্ণ গোপালগঞ্জ শহরতলির বেদগ্রাম চরনারায়ণদী এলাকার শরৎ বাগচীর ছেলে। তিনি প্রতিবন্ধী হলেও বাদাম বিক্রি করতেন।

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. সামিউল ইসলাম জানান, গতকাল রাত ১টার দিকে রেললাইন পারাপারের সময় রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জের গোবরাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে কৃষ্ণ বাগচী নামের এক প্রতিবন্ধী হকার নিহত হয়েছেন।

নিহতের পরিবারের বরাত দিয়ে এসআই সামিউল আরও জানান, গতকাল সকালে বাদাম বিক্রির উদ্দেশে বাড়ি থেকে বের হন কৃষ্ণ। পরে আর বাড়িতে ফেরেননি তিনি। ঘটনাস্থলের পাশেই কৃষ্ণের বোনের বাড়ি। সেখানে তাঁর বাবা খোঁজ নিতে আসে। খোঁজাখুঁজির একপর্যায়ে আজ শুক্রবার সকালে কৃষ্ণের বোন বাড়ির একটু পাশে ট্রেন লাইনে তাঁর দ্বিখণ্ডিত লাশ দেখতে পান। খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে রাজবাড়ী রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়।

রাজবাড়ী রেলওয়ে থানা-পুলিশের উপপরিদর্শক বিধান চন্দ্র মল্লিক বলেন, গতকাল রাত ১১টার দিকে রাজশাহী থেকে গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ট্রেনে কাটা পড়ে কৃষ্ণ নিহত হয়েছেন। আমরা দুপুর ১২টার ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছি। আবেদনের পরিপ্রেক্ষিতে ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ত্রিশাল জিরো পয়েন্ট-হরিরামপুর সড়কটি যেন মরণফাঁদ

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল প্রতিবন্ধী যুবকের

প্রকাশের সময় : ০৩:৫৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : 

গোপালগঞ্জে ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে কৃষ্ণ বাগচী (২৫) নামে এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

কৃষ্ণ গোপালগঞ্জ শহরতলির বেদগ্রাম চরনারায়ণদী এলাকার শরৎ বাগচীর ছেলে। তিনি প্রতিবন্ধী হলেও বাদাম বিক্রি করতেন।

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. সামিউল ইসলাম জানান, গতকাল রাত ১টার দিকে রেললাইন পারাপারের সময় রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জের গোবরাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে কৃষ্ণ বাগচী নামের এক প্রতিবন্ধী হকার নিহত হয়েছেন।

নিহতের পরিবারের বরাত দিয়ে এসআই সামিউল আরও জানান, গতকাল সকালে বাদাম বিক্রির উদ্দেশে বাড়ি থেকে বের হন কৃষ্ণ। পরে আর বাড়িতে ফেরেননি তিনি। ঘটনাস্থলের পাশেই কৃষ্ণের বোনের বাড়ি। সেখানে তাঁর বাবা খোঁজ নিতে আসে। খোঁজাখুঁজির একপর্যায়ে আজ শুক্রবার সকালে কৃষ্ণের বোন বাড়ির একটু পাশে ট্রেন লাইনে তাঁর দ্বিখণ্ডিত লাশ দেখতে পান। খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে রাজবাড়ী রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়।

রাজবাড়ী রেলওয়ে থানা-পুলিশের উপপরিদর্শক বিধান চন্দ্র মল্লিক বলেন, গতকাল রাত ১১টার দিকে রাজশাহী থেকে গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ট্রেনে কাটা পড়ে কৃষ্ণ নিহত হয়েছেন। আমরা দুপুর ১২টার ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছি। আবেদনের পরিপ্রেক্ষিতে ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।