বিনোদন ডেস্ক :
দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা আর বিজয় দেবারাকোন্ডার প্রেমের গুঞ্জন অনেক দিনের। মাঝে মধ্যেই তাদের একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। তবে সবাইকে চমকে দিয়ে নিজের গোপন বিয়ের কথা জানালেন অভিনেত্রী। কিন্তু পাত্র বিজয় নন, অন্য কেউ।
সন্দীপ রেড্ডি পরিচালিত অ্যাকশন-থ্রিলার অ্যানিমাল এর মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা।
সম্প্রতি টাইগার শ্রফের সঙ্গে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাশমিকা। সেখানে অভিনেত্রীর বিয়ে এবং রিলেশনশিপ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সেখানেই তিনি জানান, তার বিয়ে হয়ে গেছে!
অভিনেত্রী জানান, কার্টুন চরিত্র নারুতো উজুমাকিকে গোপনে বিয়ে করেছেন। রাশমিকার এই উত্তর শুনে রীতিমতো চমকে উঠেছেন ভক্তরা। তিনি বলেন, নারুতো তার পুরো হৃদয় জুড়ে রয়েছে। বেগুনি চুলের হিনাটা চরিত্রের মতো হতে চান। এই জনপ্রিয় জাপানি অ্যানিমেটেড সিরিজটি নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে।
তবে ভারতীয় সংবাদমাধ্যম তেলেগু স্টপের এক প্রতিবেদনে বলা হয়, ভারতের কর্নাটকি সিনেমার অভিনেতা ও পরিচালক রক্ষিত শেঠির সঙ্গে সম্পর্ক ছিল রাশমিকার।
রাশমিকার প্রথম সিনেমা ‘কিরিক পার্টি’। ২০১৬ সালে মুক্তি পাওয়া এ কন্নড় সিনেমার হাত ধরেই রাশমিকার সাফল্যের শুরু। এই সিনেমার প্রযোজক ও অভিনেতা রক্ষিতের সঙ্গে নাকি একসময় প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন রশমিকা। আংটি বদল থেকে শুরু করে বাগদান সবটাই নাকি হয়ে গিয়েছিল তখন। সেসময় বিশাল ঘটা করে অনুষ্ঠান করেন রাশমিকা-রক্ষিত।
২০১৭ সালের ৩ জুলাই আনুষ্ঠানিকভাবে আংটিবদল হয় তাদের। কিন্তু বছরখানেক পর কেন দুজনের ছাড়াছাড়ি হয়ে গেল, সে কারণ আর জানা যায়নি। সম্পর্কটা ভাঙার জন্য ভক্তরা অবশ্য রাশমিকাকেই দায়ী করেছিলেন। চিত্রনাট্যকার চিরঞ্জীব মাকনার সঙ্গেও অল্প কিছু দিন সম্পর্ক ছিল রাশমিকার। ২০১৮ সালের সেপ্টেম্বরে আলাদা হয়ে যান রাশমিকা-রক্ষিত। এখন জোর চর্চা রাশমিকা-বিজয়ের সম্পর্ক নিয়ে। তবে এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন দুজনেই।
তবে বিজয় দেবারাকোন্ডার সঙ্গে রাশমিকার প্রেম এখনো গুঞ্জন পর্যায়ে। একসঙ্গে ‘ডিয়ার কমরেড’, ‘গীত গোবিন্দম’-এর মতো প্রেমের ছবিতে অভিনয় করেছেন দুজন। পর্দার রসায়নকেই সত্য ধরে নিয়েছেন ভক্তরা, সে কথা বলা যাচ্ছে না। কারণ একত্রে জিমে যাওয়া, চুপি চুপি শহরের বাইরে বেড়ানোসহ বিজয়-রাশমিকার সব কর্মকাণ্ডই মানুষ জানে। এসব নিয়ে অবশ্য দুই তারকাই কিছু বলেননি।