বিনোদন ডেস্ক :
অবশেষে অপেক্ষার অবসান। বাগদান সারলেন দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। তবে প্রকাশ্যে না। দীর্ঘ আট বছর চুপি চুপি জল খেয়ে চুপিসারেই আংটি বদল করেছেন এই তারকাদ্বয়। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
তবে বিষয়টি নিয়ে রাশমিকা-বিজয় চুপ থাকলেও তথ্য ফাঁস করেছে তাদের ঘনিষ্ঠ সূত্র। জানিয়েছে বাগদান সেরে বিয়ের দিনক্ষণও ঠিক করেছেন তারা। শিগগিরই কাগজ-কলমে এক হচ্ছেন।
সূত্র জানিয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাক্ষী রেখে সাতপাক ঘুরবেন রশমিকা ও বিজয়। প্রাথমিকভাবে ঠিক হয়েছে ভালোবাসা দিবসকে লক্ষ্য করে বিয়ের আয়োজন করছেন তারা। তবে এখনও পাকা হয়নি দিন।
এদিকে বিজয়-রশমিকার বাগদান সম্পন্ন হওয়ার খবর শুনে উল্লাসে ফেটে পড়েছেন দুই তারকার অনুরাগীরা। সোশ্যাল পাড়াতেও শুভেচ্ছার জোয়ার। কিন্তু মুখে কুলুপ তারকাজুটির।
রাশমিকা ও বিজয়ের প্রেমের গুঞ্জন শুরু হয়েছিল ২০১৮ সালে। তাদের প্রথম একসঙ্গে করা ছবি ‘গীতা গোবিন্দম’ থেকেই মিলেছিল আভাস। পরে ২০১৯-এর ‘ডিয়ার কমরেড’-তে সেই জুটি আরও নজর কাড়ে। এরপর থেকেই তাদের একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে। এমনকি ২০২৪-এ তারা স্পষ্ট জানান যে, তারা মোটেও ‘সিঙ্গেল নন’, যদিও কে তাদের সঙ্গী সে বিষয়ে ছিলেন একেবারেই চুপ।
গত আগস্টে তাদের একসঙ্গে দেখা যায় ৪৩তম ইন্ডিয়া ডে প্যারেড-এ নিউইয়র্কে। সম্প্রতি, দু’জনকে একই গাড়িতে বিমানবন্দরেও দেখা গিয়েছে। তবে খানিকটা পিছিয়ে গেলে অনেকেরই মনে পড়তে পারে, করোনা কালে রাশমিকার বেশ কয়েকটি ছবিতে দেখা গিয়েছিল, বিজয়ের বাড়ির ব্যাকগ্রাউন্ড, অনেকেই তখন অনুমান করেছিলেন, তারা লিভইন সম্পর্কে রয়েছেন। সেই থেকেই অনুরাগীদের প্রশ্ন করে, তারা বিয়ের পিঁড়িতে বসবেন। অবশেষে মিলল সুখবর।
রাশমিকার মুক্তি প্রতীক্ষিত ছবি ‘থামা’ নিয়ে অনুরাগীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এই ছবির ট্রেলার ও গান প্রকাশিত হয়েছে। সেসবের ইতিবাচক প্রতিক্রিয়া পেয়ে অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী। জানিয়েছেন, শিগগিরই ‘থামা’র প্রচার শুরু করবেন তারা।
দক্ষিণ ভারতে ক্যারিয়ার শুরু করলেও রাশমিকা এখন সর্বভারতীয়। অনলাইনে ভারতের ন্যাশনাল ক্র্যাশ খেতাব পাওয়া এ অভিনেত্রী ‘এক্সপ্রেশন ক্যুইন’ নামেও পরিচিতি পেয়েছেন। দক্ষিণের ‘ডিয়ার কমরেড’, ‘পুষ্পা’, ‘পুষ্পা টু’-এর মতো ছবিতে দেখা গেছে তাকে। বলিউডের ‘অ্যানিম্যাল’ ছবিতে তার অভিনয় নজর কাড়ে দর্শকের। ‘ডিয়ার কমরেড’ ছবিতে বিজয়ের সঙ্গে অভিনয় করেন রাশমিকা। সেখান থেকেই তাদের সম্পর্কের সূচনা বলে মনে করছেন অনেকে।