Dhaka শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

গেন্ডারিয়ায় ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নিহত

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর গোন্ডারিয়ার ঘন্টিঘর এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধা (৬০) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দিনগত রাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুক্রবার (২৬ এপ্রিল) ভোর সাড়ে পাঁচটার দিকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. শাহিন জানান, সাড়ে ৩টার দিকে তারা দেখতে পান, গেন্ডারিয়া ঘুণ্টিঘর এলাকার রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন ওই নারী। তাকে ঘিরে অনেক মানুষ জটলা করে আছে। তখন তিনি গাড়িতে করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ নিয়ে যান। তবে সেখানে নেওয়ার পরপরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আশপাশের কেউই জানাতে পারেনি কোন গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটছে। তার পরিচয়ও কেউ বলতে পারেননি। তবে তার পোশাক-আশাক দেখে তাকে ভবঘুরে প্রকৃতির বলে ধারণা হচ্ছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ক্ষমতার লোভ দেখিয়ে অভ্যুত্থানের শক্তিকে কেনা যাবে না : নাহিদ ইসলাম

গেন্ডারিয়ায় ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নিহত

প্রকাশের সময় : ০২:২২:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর গোন্ডারিয়ার ঘন্টিঘর এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধা (৬০) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দিনগত রাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুক্রবার (২৬ এপ্রিল) ভোর সাড়ে পাঁচটার দিকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. শাহিন জানান, সাড়ে ৩টার দিকে তারা দেখতে পান, গেন্ডারিয়া ঘুণ্টিঘর এলাকার রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন ওই নারী। তাকে ঘিরে অনেক মানুষ জটলা করে আছে। তখন তিনি গাড়িতে করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ নিয়ে যান। তবে সেখানে নেওয়ার পরপরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আশপাশের কেউই জানাতে পারেনি কোন গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটছে। তার পরিচয়ও কেউ বলতে পারেননি। তবে তার পোশাক-আশাক দেখে তাকে ভবঘুরে প্রকৃতির বলে ধারণা হচ্ছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।