Dhaka সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গেতাফেকে হারিয়ে শীর্ষে ফিরল রিয়াল

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:২৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ১৮১ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

খেলার নাটাই ধরে রাখলেও কাঙ্ক্ষিত গোল বারবার ফাঁকি দিয়ে যাচ্ছিল রিয়াল মাদ্রিদকে। শেষদিকে গিয়ে সেই হতাশা ঝেড়ে তাদেরকে উল্লাসে মাতালেন দারুণ ছন্দে থাকা কিলিয়ান এমবাপে। শঙ্কা উড়িয়ে পূর্ণ পয়েন্ট পেয়ে স্প্যানিশ লা লিগার শীর্ষে ফিরল জাবি আলোনসোর শিষ্যরা।

রোববার (১৯ অক্টোবর) রাতে গেতাফের মাঠে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে রিয়াল। ম্যাচের ৮০তম মিনিটে আর্দা গুলারের রক্ষণচেরা পাস ধরে ডি-বক্সে ঢুকে জাল কাঁপান ফরাসি স্ট্রাইকার এমবাপে। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১১ ম্যাচে গোলের স্বাদ নিলেন তিনি।

এমবাপের লক্ষ্যভেদের আগে-পরে দুটি লাল কার্ড পায় গেতাফে, মাত্র সাত মিনিটের ব্যবধানে। দুটিতেই জড়িয়ে আছে রিয়ালের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রের নাম।

৯ ম্যাচে ৮ জয়ে রেয়ালের পয়েন্ট হলো ২৪। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেল শিরোপাধারী বার্সেলোনা।

রিয়ালের প্রথমার্ধের পারফরম্যান্স তেমন ভালো ছিল না। এই অর্ধে খুব বেশি পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি তারা। বিরতির পর তুলনামূলক ভালো খেলে দলটি। ম্যাচে সব মিলিয়ে গোলের জন্য ২৩টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখতে পারে রিয়াল। গেতাফের সাত শটের একটি লক্ষ্যে ছিল।

অষ্টম মিনিটে প্রথম সুযোগ পায় রিয়াল। একাদশে ফেরা রদ্রিগোর পাস ধরে বক্সে ঢুকে এমবাপের কোনাকুনি নিচু শট ঠেকান গেতাফে গোলরক্ষক। পরের মিনিটে বক্সের বাইরে থেকে ফরাসি তারকার শট লক্ষ্যে থাকেনি।

মাঝে অনেকটা সময় কোনো সুযোগই তৈরি করতে পারেনি রিয়াল। দ্বিতীয় শট লক্ষ্যে রাখতে পারে তারা ৩১তম মিনিটে, দুরূহ কোণ থেকে এমবাপের সেই প্রচেষ্টা অনায়াসে ঠেকান গোলরক্ষক।

প্রথমার্ধের যোগ করা সময়ে ২৫ গজ দূর থেকে দাভিদ আলাবার ফ্রি-কিক ঝাঁপিয়ে ফিরিয়ে দেন গোলরক্ষক।

৫৫তম মিনিটে ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে তুলে ভিনিসিউস জুনিয়রকে নামান রিয়াল কোচ। ৭২তম মিনিটে গোল পাওয়ার কাছাকাছি যায় রেয়াল। এমবাপের ফ্রি-কিক রেয়ালের এদের মিলিতাওয়ের গায়ে লেগে পোস্টে ঘেঁষে বেরিয়ে যায়।

৭৬তম মিনিটে বদলি নামার ৪৪ সেকেন্ড পর, মাঝমাঠে ডানদিকে সাইডলাইনের কাছে ভিনিসিউসকে কনুই দিয়ে ধাক্কা মেরে সরাসরি লাল কার্ড দেখেন নিওম। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে থাকে গেতাফে। খেলা বন্ধ থাকে বেশ কিছু সময়।

আবার খেলা শুরু হতেই গোলের দেখা পায় রেয়াল। দ্বিতীয়ার্ধে বদলি নামা আর্দা গিলেরের রক্ষণচেরা পাস ধরে বক্সে ঢুকে শট নেন এমবাপে, গোলরক্ষকের হাত ছুঁয়ে জালে জড়ায় বল।

ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১১ ম্যাচে গোল করলেন বিশ্বকাপ জয়ী তারকা।

নির্ধারিত সময়ের ছয় মিনিট বাকি থাকতে ৯ জনের দলে পরিণত হয় গেতাফে। ভিনিসিউসকে ফাউল করে এবার দ্বিতীয় হলুদ কার্ড দেখেন উইঙ্গার আলেক্স সানক্রিস।

তারপরও এক পয়েন্ট পাওয়ার সুবর্ণ সুযোগ পায় গেতাফে। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে ডান দিক থেকে সতীর্থের পাস বক্সে পান আবু কামারা। এই ফরোয়ার্ডের সামনে একমাত্র বাধা ছিল গোলরক্ষক, এগিয়ে এসে তার প্রচেষ্টা রুখে দেন থিবো কোর্তোয়া।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ভোটের মাঠে থাকবে ১ লাখ সেনা, দেড় লাখ পুলিশ, সাড়ে ৫ লাখ আনসার : ইসি সচিব

গেতাফেকে হারিয়ে শীর্ষে ফিরল রিয়াল

প্রকাশের সময় : ১২:২৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

খেলার নাটাই ধরে রাখলেও কাঙ্ক্ষিত গোল বারবার ফাঁকি দিয়ে যাচ্ছিল রিয়াল মাদ্রিদকে। শেষদিকে গিয়ে সেই হতাশা ঝেড়ে তাদেরকে উল্লাসে মাতালেন দারুণ ছন্দে থাকা কিলিয়ান এমবাপে। শঙ্কা উড়িয়ে পূর্ণ পয়েন্ট পেয়ে স্প্যানিশ লা লিগার শীর্ষে ফিরল জাবি আলোনসোর শিষ্যরা।

রোববার (১৯ অক্টোবর) রাতে গেতাফের মাঠে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে রিয়াল। ম্যাচের ৮০তম মিনিটে আর্দা গুলারের রক্ষণচেরা পাস ধরে ডি-বক্সে ঢুকে জাল কাঁপান ফরাসি স্ট্রাইকার এমবাপে। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১১ ম্যাচে গোলের স্বাদ নিলেন তিনি।

এমবাপের লক্ষ্যভেদের আগে-পরে দুটি লাল কার্ড পায় গেতাফে, মাত্র সাত মিনিটের ব্যবধানে। দুটিতেই জড়িয়ে আছে রিয়ালের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রের নাম।

৯ ম্যাচে ৮ জয়ে রেয়ালের পয়েন্ট হলো ২৪। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেল শিরোপাধারী বার্সেলোনা।

রিয়ালের প্রথমার্ধের পারফরম্যান্স তেমন ভালো ছিল না। এই অর্ধে খুব বেশি পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি তারা। বিরতির পর তুলনামূলক ভালো খেলে দলটি। ম্যাচে সব মিলিয়ে গোলের জন্য ২৩টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখতে পারে রিয়াল। গেতাফের সাত শটের একটি লক্ষ্যে ছিল।

অষ্টম মিনিটে প্রথম সুযোগ পায় রিয়াল। একাদশে ফেরা রদ্রিগোর পাস ধরে বক্সে ঢুকে এমবাপের কোনাকুনি নিচু শট ঠেকান গেতাফে গোলরক্ষক। পরের মিনিটে বক্সের বাইরে থেকে ফরাসি তারকার শট লক্ষ্যে থাকেনি।

মাঝে অনেকটা সময় কোনো সুযোগই তৈরি করতে পারেনি রিয়াল। দ্বিতীয় শট লক্ষ্যে রাখতে পারে তারা ৩১তম মিনিটে, দুরূহ কোণ থেকে এমবাপের সেই প্রচেষ্টা অনায়াসে ঠেকান গোলরক্ষক।

প্রথমার্ধের যোগ করা সময়ে ২৫ গজ দূর থেকে দাভিদ আলাবার ফ্রি-কিক ঝাঁপিয়ে ফিরিয়ে দেন গোলরক্ষক।

৫৫তম মিনিটে ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে তুলে ভিনিসিউস জুনিয়রকে নামান রিয়াল কোচ। ৭২তম মিনিটে গোল পাওয়ার কাছাকাছি যায় রেয়াল। এমবাপের ফ্রি-কিক রেয়ালের এদের মিলিতাওয়ের গায়ে লেগে পোস্টে ঘেঁষে বেরিয়ে যায়।

৭৬তম মিনিটে বদলি নামার ৪৪ সেকেন্ড পর, মাঝমাঠে ডানদিকে সাইডলাইনের কাছে ভিনিসিউসকে কনুই দিয়ে ধাক্কা মেরে সরাসরি লাল কার্ড দেখেন নিওম। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে থাকে গেতাফে। খেলা বন্ধ থাকে বেশ কিছু সময়।

আবার খেলা শুরু হতেই গোলের দেখা পায় রেয়াল। দ্বিতীয়ার্ধে বদলি নামা আর্দা গিলেরের রক্ষণচেরা পাস ধরে বক্সে ঢুকে শট নেন এমবাপে, গোলরক্ষকের হাত ছুঁয়ে জালে জড়ায় বল।

ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১১ ম্যাচে গোল করলেন বিশ্বকাপ জয়ী তারকা।

নির্ধারিত সময়ের ছয় মিনিট বাকি থাকতে ৯ জনের দলে পরিণত হয় গেতাফে। ভিনিসিউসকে ফাউল করে এবার দ্বিতীয় হলুদ কার্ড দেখেন উইঙ্গার আলেক্স সানক্রিস।

তারপরও এক পয়েন্ট পাওয়ার সুবর্ণ সুযোগ পায় গেতাফে। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে ডান দিক থেকে সতীর্থের পাস বক্সে পান আবু কামারা। এই ফরোয়ার্ডের সামনে একমাত্র বাধা ছিল গোলরক্ষক, এগিয়ে এসে তার প্রচেষ্টা রুখে দেন থিবো কোর্তোয়া।