বিনোদন ডেস্ক :
করণ জোহরের ‘স্টুডেন্ট অব দি ইয়ার’ দিয়ে বলিউডে যাত্রা শুরু করা আলিয়া ভাট এখন বলিউডের ‘কুইন’। একের পর এক বিগ বাজেটের সিনেমা থেকে ডাকসাইটে ব্র্যান্ডের বিজ্ঞাপনী দূত। সব মিলিয়ে অভিনেত্রীর বৃহস্পতি এখন তুঙ্গে। সাফল্যের চূড়ায় পৌঁছালেও আলিয়া সেই মানুষগুলোকে ভুলে যাননি, যারা শুরুর দিন থেকে তার পাশে রয়েছেন।
আলিয়া ভাটের উত্থানের সাক্ষী তারা। সেই মানুষগুলোকেই এবার মাথা গোঁজার ঠাই করে দিলেন অভিনেত্রী, দিলেন বাড়ি উপহার! গৃহকর্মীদের দিয়েছেন কোটি রুপির বাড়ি।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তারকা হিসেবে খ্যাতির চূড়ায় অবস্থান করলেও ভ্লে যাননি শুরুর দিন থেকে সহকারীদের। গাড়িচালক ও গৃহকর্মী দুজনকে বাড়ি কিনতে ৫০ লাখ করে মোট কোটি রুপি দিয়ে সে প্রমাণ-ই দিলেন। জুহু এবং খর এলাকায় বাড়ি কিনতে তাদের এ অর্থসাহায্য করেছেন পর্দার গাঙ্গুবাঈ।
এবার-ই প্রথম নয়, ওই গাড়িচালক ও গৃহকর্মী সুনীল, অমোলকে অর্থ সহায়তা দিয়েছেন আলিয়া। পাশাপাশি দানধ্যানেরঅভ্যাসও আলিয়ার নতুন না। কাছের মানুষদের নিয়মিত সহায়তা করেছেন তিনি। তবে সেসব কাকপক্ষীটিও জানত না। সম্প্রতি গাড়িচালক ও গৃহকর্মীকে দানের খবর প্রকাশ্যে আসে।
এদিকে শুধু মনের দিক থেকে না, ধন সম্পদের দিক থেকেও কাপুরদের চেয়ে এগিয়ে আলিয়া। তার মোট সম্পত্তির পরিমাণ ৫৫০ কোটি। অন্যদিকে ৪৮৫ কোটির মালকিন হিসেবে তার পরেই নাম রয়েছে কারিনা কাপুরের। আর রণবীর কাপুরের মোট সম্পত্তির পরিমাণ ৩৪৫ কোটির। কাপুর পরিবারের বাকি যারা আছেন তারাও পিছিয়ে রাহার মায়ের থেকে।
উল্লেখ্য, বলিউডের সবথেকে ‘দামি নায়িকা’র তালিকাতেও আলিয়া ভাট বর্তমানে তৃতীয় স্থানে। প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনের পরই তিনি।