Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

গৃহকর্মীকে নির্যাতন : চিত্রনয়িকা একাকে আটক করল পুলিশ

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৭:০৯:২৬ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১
  • ১৯০ জন দেখেছেন

নায়িকা একা

এক সময় ঢাকাই ছবির হিট খুবই পরিচিত নায়িকা ছিলেন একা। এ্যাকশনধর্মী ছবিতে নায়িকার চরিত্রে অভিনয় করে বেশ নামও করেছিলেন পুরান ঢাকার এ নায়িকা। নগ্নতার কারণে দিন দিন তার ক্যারিয়ারে ভাটা পড়ে।

বহুদিন মিডিয়ায় নিখোঁজ থাকার পর আবার আলোচনায় এসেছেন ঢালিউডের এই নায়িকা। গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা একাকে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ। এ সময় তার বাসা থেকে ইয়াবা, বিদেশি মদ এবং গাঁজা উদ্ধার করা হয়।

শনিবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর রামপুরার নিঝুম এলাকার তার বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন অর রশীদ।

তিনি বলেন, রামপুরার নিঝুম এলাকার বাসা থেকে চিত্রনায়িকা একাকে আটক করা হয়েছে। এ সময় গৃহকর্মী হাজেরা বেগমকে (৩৫) চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

চিকিৎসা শেষে গৃহকর্মী হাজেরা বেগম থানায় এসে অভিযোগ দিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে একাকে থানায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

তিনি আরও বলেন, চিত্রনায়িকা একার ঘর থেকে ইয়াবা, কয়েক বোতল বিদেশি মদ ও গাঁজা উদ্ধার করেছে পুলিশ। মাদক ও গৃহকর্মী নির্যাতন আইনে তার বিরুদ্ধে দুটি মামলার প্রস্তুতি চলছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ফরিদপুর-বরিশাল মহাসড়ক চার লেন দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন 

গৃহকর্মীকে নির্যাতন : চিত্রনয়িকা একাকে আটক করল পুলিশ

প্রকাশের সময় : ০৭:০৯:২৬ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১

এক সময় ঢাকাই ছবির হিট খুবই পরিচিত নায়িকা ছিলেন একা। এ্যাকশনধর্মী ছবিতে নায়িকার চরিত্রে অভিনয় করে বেশ নামও করেছিলেন পুরান ঢাকার এ নায়িকা। নগ্নতার কারণে দিন দিন তার ক্যারিয়ারে ভাটা পড়ে।

বহুদিন মিডিয়ায় নিখোঁজ থাকার পর আবার আলোচনায় এসেছেন ঢালিউডের এই নায়িকা। গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা একাকে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ। এ সময় তার বাসা থেকে ইয়াবা, বিদেশি মদ এবং গাঁজা উদ্ধার করা হয়।

শনিবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর রামপুরার নিঝুম এলাকার তার বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন অর রশীদ।

তিনি বলেন, রামপুরার নিঝুম এলাকার বাসা থেকে চিত্রনায়িকা একাকে আটক করা হয়েছে। এ সময় গৃহকর্মী হাজেরা বেগমকে (৩৫) চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

চিকিৎসা শেষে গৃহকর্মী হাজেরা বেগম থানায় এসে অভিযোগ দিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে একাকে থানায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

তিনি আরও বলেন, চিত্রনায়িকা একার ঘর থেকে ইয়াবা, কয়েক বোতল বিদেশি মদ ও গাঁজা উদ্ধার করেছে পুলিশ। মাদক ও গৃহকর্মী নির্যাতন আইনে তার বিরুদ্ধে দুটি মামলার প্রস্তুতি চলছে।