Dhaka শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, ব্যাপক ক্ষয়-ক্ষতির শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। আগুনে স্থানীয় ব্যবসায়ীরা ব্যাপক ক্ষয়-ক্ষতির শঙ্কা প্রকাশ করেছেন।

শনিবার (২ আগস্ট) সকাল ১১টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

খোঁজ নিয়ে জানা যায়, শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে মার্কেটের ৫ম তলায় ইলেকট্রনিক্স পণ্যের দোকানে আগুন লাগে। এরপর আগুন ছড়িয়ে পড়ে। ১১টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। আগুনে স্থানীয় ব্যবসায়ীরা ব্যাপক ক্ষয়-ক্ষতির শঙ্কা প্রকাশ করেছেন।

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) তালহা বিন জসিম জানান, সকাল ১০টায় গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ম তলায় আগুন লাগার খবর আসে। এরপর ১০টা ৩ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ১০ ইউনিট সেখানে যোগ দেয়। মোট ১১ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেন নি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

তবে ঘটনাস্থলে উপস্থিত ব্যবসায়ীরা বলছেন, যেখানে আগুন লেগেছে, সেখানে ইলেকট্রনিক্স পণ্য বেচাবিক্রি করা হয়। এখনো আগুন নিয়ন্ত্রণ আসেনি। আগুনের ভয়াবহতা এখনো রয়েছে। আগুনে বিশাল ক্ষয়-ক্ষতির শঙ্কা রয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অল্পে বেঁচে যাই, হয়তো আমিও লাশ হয়ে যেতাম : মাইলস্টোনের অধ্যক্ষ

রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, ব্যাপক ক্ষয়-ক্ষতির শঙ্কা

প্রকাশের সময় : ১১:২১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। আগুনে স্থানীয় ব্যবসায়ীরা ব্যাপক ক্ষয়-ক্ষতির শঙ্কা প্রকাশ করেছেন।

শনিবার (২ আগস্ট) সকাল ১১টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

খোঁজ নিয়ে জানা যায়, শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে মার্কেটের ৫ম তলায় ইলেকট্রনিক্স পণ্যের দোকানে আগুন লাগে। এরপর আগুন ছড়িয়ে পড়ে। ১১টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। আগুনে স্থানীয় ব্যবসায়ীরা ব্যাপক ক্ষয়-ক্ষতির শঙ্কা প্রকাশ করেছেন।

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) তালহা বিন জসিম জানান, সকাল ১০টায় গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ম তলায় আগুন লাগার খবর আসে। এরপর ১০টা ৩ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ১০ ইউনিট সেখানে যোগ দেয়। মোট ১১ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেন নি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

তবে ঘটনাস্থলে উপস্থিত ব্যবসায়ীরা বলছেন, যেখানে আগুন লেগেছে, সেখানে ইলেকট্রনিক্স পণ্য বেচাবিক্রি করা হয়। এখনো আগুন নিয়ন্ত্রণ আসেনি। আগুনের ভয়াবহতা এখনো রয়েছে। আগুনে বিশাল ক্ষয়-ক্ষতির শঙ্কা রয়েছে।