Dhaka বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গুলিস্তানে যাত্রীবাহী বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার টানা অবরোধের দ্বিতীয় দিনে সোমবার (৬ নভেম্বর) রাজধানীর গুলিস্তানে বিকল্প পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (৬ নভেম্বর) বেলা ২টা ৫ মিনিটের দিকে বঙ্গবন্ধু স্কয়ার হল মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

মিডিয়া বিভাগ থেকে জানানো হয়েছে, বঙ্গবন্ধু স্কয়ার হল মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে রাজধানীর সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনা স্থলে ছুটে যায়। তারা সেখানে পৌঁছে দুইটা আট মিনিটে।

এরপর বিকল্প পরিবহনের সেই বাসটির আগুন নিভিয়ে ফেলার কাজ করছে। তবে ততক্ষণে বাসের ভেতরের অনেক অংশ পুড়ে যায়। এ ঘটনায় কে বা কারা আগুন দিয়েছে তা এখনো জানা যায়নি।

এদিকে অবরোধের শুরুর দিন রোববার (৫ নভেম্বর) ভোর ৪ টা থেকে সোমবার সকাল ১০ টা পর্যন্ত ৩০ ঘণ্টায় মোট ১৮টি আগুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল।

এর মধ্যে ঢাকা সিটিতে ১০টি, ঢাকা বিভাগে (গাজীপুর, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ) ৪টি, চট্টগ্রাম বিভাগে (খাগড়াছড়ি, আনোয়ারা, পটিয়া) ৪টি। এ ঘটনায় ১৩ টি বাস, ২ টি ট্রাক, ১ টি প্রাইভেটকার, ১ টি সিএনজি, ১ টি লেগুনা পুড়ে যায়। এই ১৮টি অগ্নিকাণ্ড নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩৬ টি ইউনিট ও ২১৬ জন জনবল কাজ করেন।

আবহাওয়া

সাবেক মন্ত্রী দস্তগীরের ৪০০ কোটি টাকার সম্পত্তি জব্দ

গুলিস্তানে যাত্রীবাহী বাসে আগুন

প্রকাশের সময় : ০২:৫৩:২৭ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার টানা অবরোধের দ্বিতীয় দিনে সোমবার (৬ নভেম্বর) রাজধানীর গুলিস্তানে বিকল্প পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (৬ নভেম্বর) বেলা ২টা ৫ মিনিটের দিকে বঙ্গবন্ধু স্কয়ার হল মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

মিডিয়া বিভাগ থেকে জানানো হয়েছে, বঙ্গবন্ধু স্কয়ার হল মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে রাজধানীর সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনা স্থলে ছুটে যায়। তারা সেখানে পৌঁছে দুইটা আট মিনিটে।

এরপর বিকল্প পরিবহনের সেই বাসটির আগুন নিভিয়ে ফেলার কাজ করছে। তবে ততক্ষণে বাসের ভেতরের অনেক অংশ পুড়ে যায়। এ ঘটনায় কে বা কারা আগুন দিয়েছে তা এখনো জানা যায়নি।

এদিকে অবরোধের শুরুর দিন রোববার (৫ নভেম্বর) ভোর ৪ টা থেকে সোমবার সকাল ১০ টা পর্যন্ত ৩০ ঘণ্টায় মোট ১৮টি আগুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল।

এর মধ্যে ঢাকা সিটিতে ১০টি, ঢাকা বিভাগে (গাজীপুর, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ) ৪টি, চট্টগ্রাম বিভাগে (খাগড়াছড়ি, আনোয়ারা, পটিয়া) ৪টি। এ ঘটনায় ১৩ টি বাস, ২ টি ট্রাক, ১ টি প্রাইভেটকার, ১ টি সিএনজি, ১ টি লেগুনা পুড়ে যায়। এই ১৮টি অগ্নিকাণ্ড নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩৬ টি ইউনিট ও ২১৬ জন জনবল কাজ করেন।