Dhaka বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গুলিস্তানে বাহন পরিবহনের বাসে আগুন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১১:৪৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
  • ২১৩ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর গুলিস্তানে বাহন পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, ৯টা ৫৮ মিনিটে আগুনের সংবাদ পাওয়া যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ১০টা ৪ মিনিটে। সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ১০টা ১৬ মিনিটে আগুন নির্বাপণ করে।

তবে এ ঘটনায় হতাহতের কোনও খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এর আগে (সোমবার) রাত ৯টা ৪৭ মিনিটে টিকাটুলির রাজধানী সুপার মার্কেটের সামনে ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের একটি স্টাফ বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তার আগে রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন দেওয়ার সময় মোহাম্মদপুরে দুজনকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। তার যুবদল কর্মী বলে জানিয়েছে পুলিশ। এছাড়া ঢাকার বাইরেও গাড়িতে আগুন দেওয়ার খবর এসেছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

গুলিস্তানে বাহন পরিবহনের বাসে আগুন

প্রকাশের সময় : ১১:৪৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর গুলিস্তানে বাহন পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, ৯টা ৫৮ মিনিটে আগুনের সংবাদ পাওয়া যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ১০টা ৪ মিনিটে। সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ১০টা ১৬ মিনিটে আগুন নির্বাপণ করে।

তবে এ ঘটনায় হতাহতের কোনও খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এর আগে (সোমবার) রাত ৯টা ৪৭ মিনিটে টিকাটুলির রাজধানী সুপার মার্কেটের সামনে ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের একটি স্টাফ বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তার আগে রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন দেওয়ার সময় মোহাম্মদপুরে দুজনকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। তার যুবদল কর্মী বলে জানিয়েছে পুলিশ। এছাড়া ঢাকার বাইরেও গাড়িতে আগুন দেওয়ার খবর এসেছে।