Dhaka বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গুলিস্তানে ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টের মোড়ে ট্রাকের ধাক্কায় মো. রাসেল (১৭) নামে মোটরসাইকেল চালক এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।

রাসেল বরিশালের মেহেন্দিগঞ্জ এলাকার মো. সিরাজুল হকের ছেলে ছিল। ঢাকায় মিরপুর ১১ নম্বরে ভাড়া বাসায় থাকেন। এ ঘটনায় মানিক (১৯) ও এনামুল ( ২৩) নামে দুই আরোহী আহত হয়েছেন।

আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা তাদের এক বন্ধু ইমন জানান, আমরা কয়েকজন বন্ধু দুটি মোটরসাইকেল নিয়ে মিরপুর থেকে পুরান ঢাকার নাজিরা বাজারে তেহারি খাওয়ার জন্য যাই। খাবার খেয়ে মিরপুর যাওয়ার পথে ভোররাতে গুলিস্তান জিরো পয়েন্টে একটি দ্রুতগামী ট্রাক রাসেলের মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তখন রাসেল ওই মোটরসাইকেলটি চালাচ্ছিল। এতে ওই মোটরসাইকেলে থাকা তিনজনই আহত হয়। পরে তাদের তিনজনকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। আহত মানিক ও এনামুল জরুরি বিভাগে চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে রাসেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রাসেলের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

গুলিস্তানে ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু

প্রকাশের সময় : ১২:৩৯:৩০ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টের মোড়ে ট্রাকের ধাক্কায় মো. রাসেল (১৭) নামে মোটরসাইকেল চালক এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।

রাসেল বরিশালের মেহেন্দিগঞ্জ এলাকার মো. সিরাজুল হকের ছেলে ছিল। ঢাকায় মিরপুর ১১ নম্বরে ভাড়া বাসায় থাকেন। এ ঘটনায় মানিক (১৯) ও এনামুল ( ২৩) নামে দুই আরোহী আহত হয়েছেন।

আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা তাদের এক বন্ধু ইমন জানান, আমরা কয়েকজন বন্ধু দুটি মোটরসাইকেল নিয়ে মিরপুর থেকে পুরান ঢাকার নাজিরা বাজারে তেহারি খাওয়ার জন্য যাই। খাবার খেয়ে মিরপুর যাওয়ার পথে ভোররাতে গুলিস্তান জিরো পয়েন্টে একটি দ্রুতগামী ট্রাক রাসেলের মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তখন রাসেল ওই মোটরসাইকেলটি চালাচ্ছিল। এতে ওই মোটরসাইকেলে থাকা তিনজনই আহত হয়। পরে তাদের তিনজনকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। আহত মানিক ও এনামুল জরুরি বিভাগে চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে রাসেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রাসেলের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।