Dhaka মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

গুলিবিদ্ধ অভিনেতা আজাদ, আহত মা ও স্ত্রীও

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:৫৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ২২১ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

সাভারের আশুলিয়ায় নাট্য অভিনেতা আজিজুর রহমান আজাদকে গুলি করে আহত করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে অভিনেতা আজাদকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আজাদের স্ত্রী ও তার মাকেও মারধর করেছে দুর্বৃত্তরা।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোর রাত সাড়ে ৩টার দিকে আশুলিয়ার জিরাবো এলাকায় এই ঘটনা ঘটে।

খবরটি নিশ্চিত করেছেন আজাদের নিকটাত্মীয় ও চলচ্চিত্র পরিচালক তপু খান।

তপু খান বলেন, ‘আজাদের পায়ে গুলি লেগে মাংসপেশি ছিঁড়ে গেছে। রক্তাক্ত অবস্থায় তাঁকে ভোরে হাসপাতালে আনা হয়। বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে তাঁর এমআরআই করা হয়েছে। আগের চেয়ে কিছুটা ভালো।’

তপু খান জানান, আজাদের পরিবারের সঙ্গে আলাপ করে তিনি জানতে পেরেছেন, দুজন ডাকাত রাতে অস্ত্র নিয়ে এসে তাঁদের বাসায় হামলা চালায়। ঘরে ভাঙচুর করা হয়। ডাকাতের উপস্থিতি টের পাওয়ার পর চিৎকার করলে ডাকাতেরা গুলি করে পালিয়ে যায়। দুজন ডাকাত বাসায় হামলা করলেও বাড়ির বাইরে আরও কয়েকজন ছিল বলে জেনেছেন তাঁরা।

চিকিৎসক ডা.কামরুজ্জামান বলেন, আজিজুরের শরীরে তিনটি গুলি লেগেছে। তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছে ।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিক বলেন, ‘দুই দুর্বৃত্ত রান্না ঘরের জানালার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে ওই অভিনেতার দুই পায়ে গুলি করেছে। তার স্ত্রীকেও আঘাত করে আহত করেছে। তারা দুজনেই রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। তবে ওই বাসার কোনো জিনিসপত্রও খোয়া যায়নি। ডাকাতি কিংবা কোন উদ্দেশ্যে গুলি করা হয়েছে তা স্পষ্ট না। আমরা সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছি। তদন্ত করে পরে এ বিষয়ে নিশ্চিত করে বলা সম্ভব হবে।’

‘ক্যারেকটার আর্টিস্ট’ হিসেবে বিভিন্ন নাটকে দেখা যায় অভিনেতা আজিজকে। টিভিসিসহ তাকে দেখা গেছে হোটেল রিলাক্স, ফিমেল, ব্যাচেলর পয়েন্ট-র মতো জনপ্রিয় কনটেন্টগুলোতে। কাজ করেছেন ‘লিডার’ সিনেমাতেও।

জনপ্রিয় খবর

আবহাওয়া

গুলিবিদ্ধ অভিনেতা আজাদ, আহত মা ও স্ত্রীও

প্রকাশের সময় : ০৯:৫৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

বিনোদন ডেস্ক : 

সাভারের আশুলিয়ায় নাট্য অভিনেতা আজিজুর রহমান আজাদকে গুলি করে আহত করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে অভিনেতা আজাদকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আজাদের স্ত্রী ও তার মাকেও মারধর করেছে দুর্বৃত্তরা।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোর রাত সাড়ে ৩টার দিকে আশুলিয়ার জিরাবো এলাকায় এই ঘটনা ঘটে।

খবরটি নিশ্চিত করেছেন আজাদের নিকটাত্মীয় ও চলচ্চিত্র পরিচালক তপু খান।

তপু খান বলেন, ‘আজাদের পায়ে গুলি লেগে মাংসপেশি ছিঁড়ে গেছে। রক্তাক্ত অবস্থায় তাঁকে ভোরে হাসপাতালে আনা হয়। বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে তাঁর এমআরআই করা হয়েছে। আগের চেয়ে কিছুটা ভালো।’

তপু খান জানান, আজাদের পরিবারের সঙ্গে আলাপ করে তিনি জানতে পেরেছেন, দুজন ডাকাত রাতে অস্ত্র নিয়ে এসে তাঁদের বাসায় হামলা চালায়। ঘরে ভাঙচুর করা হয়। ডাকাতের উপস্থিতি টের পাওয়ার পর চিৎকার করলে ডাকাতেরা গুলি করে পালিয়ে যায়। দুজন ডাকাত বাসায় হামলা করলেও বাড়ির বাইরে আরও কয়েকজন ছিল বলে জেনেছেন তাঁরা।

চিকিৎসক ডা.কামরুজ্জামান বলেন, আজিজুরের শরীরে তিনটি গুলি লেগেছে। তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছে ।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিক বলেন, ‘দুই দুর্বৃত্ত রান্না ঘরের জানালার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে ওই অভিনেতার দুই পায়ে গুলি করেছে। তার স্ত্রীকেও আঘাত করে আহত করেছে। তারা দুজনেই রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। তবে ওই বাসার কোনো জিনিসপত্রও খোয়া যায়নি। ডাকাতি কিংবা কোন উদ্দেশ্যে গুলি করা হয়েছে তা স্পষ্ট না। আমরা সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছি। তদন্ত করে পরে এ বিষয়ে নিশ্চিত করে বলা সম্ভব হবে।’

‘ক্যারেকটার আর্টিস্ট’ হিসেবে বিভিন্ন নাটকে দেখা যায় অভিনেতা আজিজকে। টিভিসিসহ তাকে দেখা গেছে হোটেল রিলাক্স, ফিমেল, ব্যাচেলর পয়েন্ট-র মতো জনপ্রিয় কনটেন্টগুলোতে। কাজ করেছেন ‘লিডার’ সিনেমাতেও।