নিজস্ব প্রতিবেদক :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছেলে ববিকে সঙ্গে নিয়ে গুলশান মডেল হাইস্কুল ও কলেজ কেন্দ্রে ভোট দিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। বেলা ১১টা ৫০ মিনিটে ভোট দেন তিনি।
রোববার (৭ জানুয়ারি) ঢাকা-১৭ আসনের নৌকার প্রার্থী মোহাম্মদ আলী আরাফাতের এলাকায় তিনি ভোট প্রদান করেন।
এ সময় তার সঙ্গে তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং এ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাতসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ভোটদান শেষে তিনি বলেন, ‘নৌকার জয় হবেই। আবারও তারা সরকার গঠন করবে। দেশ যে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে তা বাস্তবায়ন করতে পারবেন জনগণের ওপর এই বিশ্বাস আমার আছে।’
এর আগে, রোববার (৭ জানুয়ারি) সকালে ঢাকা সিটি কলেজে ভোট দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিও ছিলেন তার সঙ্গে।