নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর গুলশানে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (২৩ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে গুলশান ১ নম্বরে এ ডাব্লিউ আর টাওয়ারের ১০ তলায় আগুনের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফে আল ফারুক।
তিনি জানান, গুরুত্বপূর্ণ এলাকা হওয়ায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। চারটি ঘটনাস্থলে আর দুটি পথে। তবে এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।
রাফে আল ফারুক আরও জানান, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া আগুন লাগার কারণ সম্পর্কেও তিনি তাৎক্ষণিক জানাতে পারেননি।