Dhaka রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

গুরুতর আহত ইউএনও ওয়াহিদা এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায়

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৮:৫৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০
  • ২৫১ জন দেখেছেন

ইউএনও ওয়াহিদা

গভীর রাতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্তকর্তা ওয়াহিদা খানমকে (৩৫) রংপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়েছে।

তাকে রাজধানীর আগারগাঁওস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়।

আরও পড়ুন : করোনা সংক্রমণরোধে মঙ্গলবার থেকে স্বাস্থ্যবিধি না মানলে ব্যবস্থা

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনা তদন্তে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

জানা যায়, বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটায় একদল দুর্বৃত্ত উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার আবাসিক ভবনে ঢুকে ইউএনও ওয়াহিদা খানমকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে।

এ সময় তার চিৎকারে সঙ্গে থাকা পিতা ছুটে এসে মেয়েকে বাঁচানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকেও জখম করে। পরে অন্য কোয়ার্টারের বাসিন্দারা টের পেয়ে পুলিশকে খবর দেয়। এ সময় তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে গোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়।

এরপর এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

গুরুতর আহত ইউএনও ওয়াহিদা এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায়

প্রকাশের সময় : ০৮:৫৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০

গভীর রাতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্তকর্তা ওয়াহিদা খানমকে (৩৫) রংপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়েছে।

তাকে রাজধানীর আগারগাঁওস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়।

আরও পড়ুন : করোনা সংক্রমণরোধে মঙ্গলবার থেকে স্বাস্থ্যবিধি না মানলে ব্যবস্থা

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনা তদন্তে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

জানা যায়, বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটায় একদল দুর্বৃত্ত উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার আবাসিক ভবনে ঢুকে ইউএনও ওয়াহিদা খানমকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে।

এ সময় তার চিৎকারে সঙ্গে থাকা পিতা ছুটে এসে মেয়েকে বাঁচানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকেও জখম করে। পরে অন্য কোয়ার্টারের বাসিন্দারা টের পেয়ে পুলিশকে খবর দেয়। এ সময় তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে গোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়।

এরপর এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়।