Dhaka বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গুরুতর অসুস্থ শবনম ফারিয়া

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:২৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ১৭৯ জন দেখেছেন

বিনোদন ডেস্ক :  

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। বর্তমানে শারীরিকভাবে গুরুতর অসুস্থতায় ভুগছেন তিনি। সপ্তাহখানেকের বেশি সময় ধরে গলায় সংক্রমণ ও টনসিলের প্রদাহে আক্রান্ত হওয়ার কারণে কথা বলতেও সমস্যা হচ্ছে তার।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শারীরিক অবস্থার কথা জানান শবনম ফারিয়া।

সেই পোস্টে শবনম ফারিয়া লেখেন, ‘আমি গলায় গুরুতর সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছি, ৮ দিন ধরে আমার কণ্ঠস্বর বন্ধ হয়ে আছে। গত ৫ জানুয়ারি থেকেই অসুস্থতা শুরু, সেদিনই কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলাম। পরে নিজেকে কথা বলার জন্য জোর করায় অবস্থা আরও খারাপ হয়েছে। দুঃখজনকভাবে আমাকে কয়েকটি নির্ধারিত কাজ ও শুটিং বাতিল করতে হয়েছে।’

অভিনেত্রীর এই পোস্টের মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীরা তার সুস্থতা কামনা করেছেন।

এমনকি অসুস্থতার কারণে ফোনকলও রিসিভ করতে পারছেন না উল্লেখ করে অভিনেত্রী লেখেন, অনেক ফোন আসছে, কিন্তু এখন ধরতে পারছি না। খুব জরুরি হলে দয়া করে টেক্সট করুন।

২০১৮ সালে শবনম ফারিয়া ‘দেবী’ চলচ্চিত্র দিয়ে চলচ্চিত্রে প্রবেশ করেন। যে কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে বাচসাস পুরস্কার এবং শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

গুরুতর অসুস্থ শবনম ফারিয়া

গুরুতর অসুস্থ শবনম ফারিয়া

প্রকাশের সময় : ০৬:২৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

বিনোদন ডেস্ক :  

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। বর্তমানে শারীরিকভাবে গুরুতর অসুস্থতায় ভুগছেন তিনি। সপ্তাহখানেকের বেশি সময় ধরে গলায় সংক্রমণ ও টনসিলের প্রদাহে আক্রান্ত হওয়ার কারণে কথা বলতেও সমস্যা হচ্ছে তার।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শারীরিক অবস্থার কথা জানান শবনম ফারিয়া।

সেই পোস্টে শবনম ফারিয়া লেখেন, ‘আমি গলায় গুরুতর সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছি, ৮ দিন ধরে আমার কণ্ঠস্বর বন্ধ হয়ে আছে। গত ৫ জানুয়ারি থেকেই অসুস্থতা শুরু, সেদিনই কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলাম। পরে নিজেকে কথা বলার জন্য জোর করায় অবস্থা আরও খারাপ হয়েছে। দুঃখজনকভাবে আমাকে কয়েকটি নির্ধারিত কাজ ও শুটিং বাতিল করতে হয়েছে।’

অভিনেত্রীর এই পোস্টের মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীরা তার সুস্থতা কামনা করেছেন।

এমনকি অসুস্থতার কারণে ফোনকলও রিসিভ করতে পারছেন না উল্লেখ করে অভিনেত্রী লেখেন, অনেক ফোন আসছে, কিন্তু এখন ধরতে পারছি না। খুব জরুরি হলে দয়া করে টেক্সট করুন।

২০১৮ সালে শবনম ফারিয়া ‘দেবী’ চলচ্চিত্র দিয়ে চলচ্চিত্রে প্রবেশ করেন। যে কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে বাচসাস পুরস্কার এবং শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।