Dhaka মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গুরুতর অসুস্থ অভিনেতা ফারুককে নেয়া হতে পারে সিঙ্গাপুরে

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৫:৫৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০
  • ২৮৭ জন দেখেছেন

অভিনেতা ফারুক

গুরুতর অসুস্থ অভিনেতা ফারুককে নেয়া হতে পারে সিঙ্গাপুরে।শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর এভারকেয়ার (এ্যাপোলো) হাসপাতালে ভর্তি হয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক ও ঢাকা-১৭ আসনের সাংসদ ফারুক। এমনটি গণমাধ্যমে নিশ্চিত করেছেন নায়ক ফারুকের স্ত্রী ফারহানা ফারুক।
বিষয়টি সম্পর্কে ফারহানা ফারুক জানিয়েছেন, বেশকিছু দিন ধরে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা চলছিলো তার। তবে শারীরিক অবস্থার উন্নতি না হওয়াতে গত ৫ সেপ্টেম্বর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে তাকে। সেখানেও বেশকিছু পরিক্ষা করা হয়েছে। কোনো রিপোর্ট খারাপ আসেনি। কিন্তু শরীরে জ্বরের মাত্রা ১০১ ডিগ্রির নিচে নামছেই না। তাই আমরা খুব দুশ্চিন্তায় আছি।
তিনি আরও জানান, ফারুকের শারীরিক অবস্থা মোটেও ভালো নেই। চিকিৎসকরা বলেছেন, তার রক্তে সংক্রমণের জটিলতা দেখা দিয়েছে। তাই উন্নত চিকিৎসার জন্য আমরা খুব শিগগিরই দেশের বাহিরে যাব। ইতোমধ্যে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
নায়ক ফারুকের স্ত্রী বলেন, আগামীকাল ৯ সেপ্টেম্বর উনার চিকিৎসা সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে এভারকেয়ার হাসপাতালে বোর্ড মিটিং হবে। তারপরেই আমরা দেশের বাহিরে যাওয়ার সিদ্ধান্ত নিব।
এর আগে ১৮ আগস্ট জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন ঢাকায় সিনেমার ‘মিয়া ভাই’। সেখানে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ২৬ আগস্ট বাড়ি ফেরেন তিনি। এরপর আবারও অসুস্থ হয়ে পড়লে ৩১ আগস্ট একই হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপর ক্রমশই শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে গত ৫ সেপ্টেম্বর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় গুনী এই অভিনেতাকে।

আবহাওয়া

পঞ্চগড়-১ আসনে মনোনয়নপত্র কিনলেন সারজিস

গুরুতর অসুস্থ অভিনেতা ফারুককে নেয়া হতে পারে সিঙ্গাপুরে

প্রকাশের সময় : ০৫:৫৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০
গুরুতর অসুস্থ অভিনেতা ফারুককে নেয়া হতে পারে সিঙ্গাপুরে।শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর এভারকেয়ার (এ্যাপোলো) হাসপাতালে ভর্তি হয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক ও ঢাকা-১৭ আসনের সাংসদ ফারুক। এমনটি গণমাধ্যমে নিশ্চিত করেছেন নায়ক ফারুকের স্ত্রী ফারহানা ফারুক।
বিষয়টি সম্পর্কে ফারহানা ফারুক জানিয়েছেন, বেশকিছু দিন ধরে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা চলছিলো তার। তবে শারীরিক অবস্থার উন্নতি না হওয়াতে গত ৫ সেপ্টেম্বর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে তাকে। সেখানেও বেশকিছু পরিক্ষা করা হয়েছে। কোনো রিপোর্ট খারাপ আসেনি। কিন্তু শরীরে জ্বরের মাত্রা ১০১ ডিগ্রির নিচে নামছেই না। তাই আমরা খুব দুশ্চিন্তায় আছি।
তিনি আরও জানান, ফারুকের শারীরিক অবস্থা মোটেও ভালো নেই। চিকিৎসকরা বলেছেন, তার রক্তে সংক্রমণের জটিলতা দেখা দিয়েছে। তাই উন্নত চিকিৎসার জন্য আমরা খুব শিগগিরই দেশের বাহিরে যাব। ইতোমধ্যে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
আরও পড়ুন : চলে যাওয়ার ২৪ বছরেও চির অম্লান সালমান শাহ
নায়ক ফারুকের স্ত্রী বলেন, আগামীকাল ৯ সেপ্টেম্বর উনার চিকিৎসা সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে এভারকেয়ার হাসপাতালে বোর্ড মিটিং হবে। তারপরেই আমরা দেশের বাহিরে যাওয়ার সিদ্ধান্ত নিব।
এর আগে ১৮ আগস্ট জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন ঢাকায় সিনেমার ‘মিয়া ভাই’। সেখানে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ২৬ আগস্ট বাড়ি ফেরেন তিনি। এরপর আবারও অসুস্থ হয়ে পড়লে ৩১ আগস্ট একই হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপর ক্রমশই শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে গত ৫ সেপ্টেম্বর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় গুনী এই অভিনেতাকে।