Dhaka শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গুজরাটে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন

আন্তর্জাতিক ডেস্ক : 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে একটি চলন্ত এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

স্থানীয় সময় শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বলসাড স্টেশনের কাছে ওই ট্রেনটিতে আগুন লাগে। এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত দুর্ঘটনায় কোনো যাত্রীর হতাহতের খবর পাওয়া যায়নি।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এক্সপ্রেস ট্রেনটি তিরুচিরাপল্লি থেকে শ্রীগঙ্গানগরের দিকে যাচ্ছিল। বলসাড স্টেশনের কাছে ট্রেনের একাধিক কামরায় আগুন দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেন।

ভারতের ওয়েস্টার্ন রেলের মুখ্য জনসংযোগ কর্মকর্তা সুমিত ঠাকুর বলেন, ‘বলসাড স্টেশন দিয়ে যাওয়ার সময় তিরুচিরাপল্লি থেকে শ্রীগঙ্গানগরের দিকে রওনা দেওয়া ২২৪৯৮ ট্রেনটির পাওয়ার কার ও ব্রেক ভ্যান থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখা যায়। সব যাত্রীকে ট্রেনের পাশের কেবিনে সরানো হয়েছে।

আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। সুরাতের পুলিশ সুপার কর্ণরাজ বাঘেলা বলেন, শর্ট সার্কিট থেকে পাওয়ার কারে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমের বহু পোস্টে চলন্ত ট্রেনের বেশ কয়েকটি কেবিন থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা গেছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চলতি বর্ষা যশোরের বিভিন্ন সড়ক-মহাসড়ক চলাচলের অযোগ্য, দুর্ভোগে পথচারীরা

গুজরাটে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন

প্রকাশের সময় : ০৬:২৭:১০ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে একটি চলন্ত এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

স্থানীয় সময় শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বলসাড স্টেশনের কাছে ওই ট্রেনটিতে আগুন লাগে। এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত দুর্ঘটনায় কোনো যাত্রীর হতাহতের খবর পাওয়া যায়নি।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এক্সপ্রেস ট্রেনটি তিরুচিরাপল্লি থেকে শ্রীগঙ্গানগরের দিকে যাচ্ছিল। বলসাড স্টেশনের কাছে ট্রেনের একাধিক কামরায় আগুন দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেন।

ভারতের ওয়েস্টার্ন রেলের মুখ্য জনসংযোগ কর্মকর্তা সুমিত ঠাকুর বলেন, ‘বলসাড স্টেশন দিয়ে যাওয়ার সময় তিরুচিরাপল্লি থেকে শ্রীগঙ্গানগরের দিকে রওনা দেওয়া ২২৪৯৮ ট্রেনটির পাওয়ার কার ও ব্রেক ভ্যান থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখা যায়। সব যাত্রীকে ট্রেনের পাশের কেবিনে সরানো হয়েছে।

আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। সুরাতের পুলিশ সুপার কর্ণরাজ বাঘেলা বলেন, শর্ট সার্কিট থেকে পাওয়ার কারে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমের বহু পোস্টে চলন্ত ট্রেনের বেশ কয়েকটি কেবিন থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা গেছে।