পাখি কথা বলে, পাখি গান গায়- তা আমাদের অনেকেরই দেখা। কিন্তু পাখি গিটারের সুরে তাল মিলিয়ে গান গায়-এটা নিজের চোখে না দেখলে কেউই বিশ^াস করবে না। এ যেন অবাক করার মতোই।
বাড়িতে আমাদের অনেকেরই পোষ্য প্রাণী বা পাখি থাকে। তাদের নানা রকমের ট্যালেন্ট দেখেও আমরা অভ্যস্ত। কিন্তু এবারে এমন এক টিয়ার দেখা পাওয়া গেল যার গান শুনলে অবাক হবেন সকলেই।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) একটি ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনই তথ্য উঠে এসেছে। যেখানে একটি টিয়া গিটারের সাথে তাল মিলিয়ে সুর দিচ্ছে।
আরও পড়ুন : বাস থামিয়ে ডাকাতি করলো হাতি! (ভিডিও)
তবে এই টিয়ার অনেক বায়না। সে আবার খালি গলায় গান গায় না। সঙ্গ দিতে গিটার নিয়ে তৈরি তার মানুষ বন্ধু। বাড়িতে খাঁচা রয়েছে ঠিকই কিন্তু সেই খাঁচাতে বন্দি থাকে না এই টিয়া। রীতিমতো জেন্টলম্যানের মতো হেঁটে বেড়াচ্ছে খাঁচার চারিপাশে।
গিটারের প্রত্যেকটা সুর যেন তার কন্ট্রোলে। মানুষ বন্ধু যখন গিটার বাজাচ্ছে তখন তার সঙ্গে চড়া সুরে গান ধরেছে এই টিয়া। না বলে দিলে আর চোখ বন্ধ করে থাকলেই হল, বোঝাই যাবে না যে কোন পাখি এইভাবে গান গাইতে পারে।