Dhaka রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

গিগাবাইট টাইটানসের সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি জয় 

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:০৬:১৫ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • ৩৩০ জন দেখেছেন
বিনোদন ডেস্ক : 
তারকাদের অংশগ্রহণে ‘সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫’ চ্যাম্পিয়ন হয়েছে সিয়াম আহমেদ ও মেহজাবীন চৌধুরীর দল গিগাবাইট টাইটানস।
মঙ্গলবার (১৩ মে) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে শুরু হয় ফাইনাল ম্যাচ। যা শেষ হয় রাত ১০টায়। খেলা শেষে ৯ উইকেটে জয়ী হয় গিগাবাইট টাইটানস। প্রতিপক্ষ স্বপ্নধরা স্পারটান্সের ১৩৮ রানের টার্গেটে মাঠে নেমে জয় লাভ করে নির্মাতা রাজের দল।
চ্যাম্পিয়ন দল গিগাবাইট টাইটান্সে ছিলেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ, শরিফুল রাজ, মেহজাবীন চৌধুরী, মৌসুমী হামিদসহ আরো অনেকে। দলের মেন্টরের দায়িত্বে ছিলেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। অন্যদিকে রানার্সআপ স্বপ্নধরা স্পারটান্সের নেতৃত্বে ছিলেন গিয়াস উদ্দিন সেলিম।
‘স্বপ্নধরা স্পার্টানস’র দলে ছিলেন গিয়াসউদ্দিন সেলিম, পিন্টু ঘোষ, শ্যামল মাওলা, দীপা খন্দকার, নাবিলা বিনতে ইসলাম, জাকিয়া সুলতানা কর্ণিয়া, আয়েশা মনিকা, তন্ময়, প্রত্যয় খান, জয় চৌধুরী, সাজ্জাদ খান শান প্রমুখ।
এদিন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, জাতীয় দলের সাবেক খেলোয়াড় রুবেল হোসেন, নাসিরসহ একঝাঁক তারকাশিল্পী।
পুরো টুর্নামেন্টেই ছিল তারকার ছড়াছড়ি। চারটি দল— গিগাবাইট টাইটান্স, নাইট রাইডার্স, জেভিকো কিংস ও স্বপ্নধরা স্পারটান্স এই আসরে অংশ নেয়। খেলোয়াড়দের মধ্যে ছিলেন দীপা খন্দকার, সালহা খানম নাদিয়া, কেয়া পায়েল, তৌসিফ মাহবুব, কর্নিয়া, আরেফিন রুমি, ইরফান সাজ্জাদ, রাফসান সাবাব, সাঞ্জু জন, তানহা তাসনিয়া, সায়রা জাহান আক্তার, সিনথিয়া, আলিশার তারকারা।
ম্যাচের মধ্যেই দেখা মিলেছে ভিন্ন এক চমকের। বিরতিতে উন্মোচন করা হয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত সিনেমা ‘নাদান’-এর পোস্টার। ঘোষণা দেওয়া হয়, আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে ছবিটি।
সেলিব্রেটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ সরাসরি সম্প্রচার করে টি-স্পোর্টস। খেলার মাঠে তারকা, বিনোদন ও ক্রিকেট— এই তিনের সমন্বয়ে তৈরি হয়েছিল এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।
জনপ্রিয় খবর

আবহাওয়া

ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে-অনলাইনে পরে থাকতে হবে : তারেককে ইঙ্গিত করে পাটওয়ারী

গিগাবাইট টাইটানসের সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি জয় 

প্রকাশের সময় : ০৪:০৬:১৫ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
বিনোদন ডেস্ক : 
তারকাদের অংশগ্রহণে ‘সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫’ চ্যাম্পিয়ন হয়েছে সিয়াম আহমেদ ও মেহজাবীন চৌধুরীর দল গিগাবাইট টাইটানস।
মঙ্গলবার (১৩ মে) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে শুরু হয় ফাইনাল ম্যাচ। যা শেষ হয় রাত ১০টায়। খেলা শেষে ৯ উইকেটে জয়ী হয় গিগাবাইট টাইটানস। প্রতিপক্ষ স্বপ্নধরা স্পারটান্সের ১৩৮ রানের টার্গেটে মাঠে নেমে জয় লাভ করে নির্মাতা রাজের দল।
চ্যাম্পিয়ন দল গিগাবাইট টাইটান্সে ছিলেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ, শরিফুল রাজ, মেহজাবীন চৌধুরী, মৌসুমী হামিদসহ আরো অনেকে। দলের মেন্টরের দায়িত্বে ছিলেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। অন্যদিকে রানার্সআপ স্বপ্নধরা স্পারটান্সের নেতৃত্বে ছিলেন গিয়াস উদ্দিন সেলিম।
‘স্বপ্নধরা স্পার্টানস’র দলে ছিলেন গিয়াসউদ্দিন সেলিম, পিন্টু ঘোষ, শ্যামল মাওলা, দীপা খন্দকার, নাবিলা বিনতে ইসলাম, জাকিয়া সুলতানা কর্ণিয়া, আয়েশা মনিকা, তন্ময়, প্রত্যয় খান, জয় চৌধুরী, সাজ্জাদ খান শান প্রমুখ।
এদিন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, জাতীয় দলের সাবেক খেলোয়াড় রুবেল হোসেন, নাসিরসহ একঝাঁক তারকাশিল্পী।
পুরো টুর্নামেন্টেই ছিল তারকার ছড়াছড়ি। চারটি দল— গিগাবাইট টাইটান্স, নাইট রাইডার্স, জেভিকো কিংস ও স্বপ্নধরা স্পারটান্স এই আসরে অংশ নেয়। খেলোয়াড়দের মধ্যে ছিলেন দীপা খন্দকার, সালহা খানম নাদিয়া, কেয়া পায়েল, তৌসিফ মাহবুব, কর্নিয়া, আরেফিন রুমি, ইরফান সাজ্জাদ, রাফসান সাবাব, সাঞ্জু জন, তানহা তাসনিয়া, সায়রা জাহান আক্তার, সিনথিয়া, আলিশার তারকারা।
ম্যাচের মধ্যেই দেখা মিলেছে ভিন্ন এক চমকের। বিরতিতে উন্মোচন করা হয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত সিনেমা ‘নাদান’-এর পোস্টার। ঘোষণা দেওয়া হয়, আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে ছবিটি।
সেলিব্রেটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ সরাসরি সম্প্রচার করে টি-স্পোর্টস। খেলার মাঠে তারকা, বিনোদন ও ক্রিকেট— এই তিনের সমন্বয়ে তৈরি হয়েছিল এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।