নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন মো. আসান আলী (৪১) নামে এক ইরাক প্রবাসী।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় বিকেল ৪টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে তাকে স্টমাক ওয়াশ দিয়ে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।
আসান আলীকে হাসপাতালে নিয়ে আসা বসুমতি পরিবহনের বাসচালক মো. হাসান জানান, ওই ব্যক্তি দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দনের সামনে থেকে আমার গাড়িতে ওঠেন। কিন্তু গাবতলী আসার পর সবাই নেমে গেলে তিনি নামছিলেন না। তখন কাছে গিয়ে দেখি অচেতন অবস্থায় পড়ে আছেন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে স্টমাক ওয়াশ দিয়ে তাকে ঢামেকের নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, তার কাছে থেকে শুধু একটি পাসপোর্ট পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে, অজ্ঞানপার্টির সদস্যরা কিছু খাইয়ে সঙ্গে তার কাছে থাকা লাগেজসহ সবকিছুই নিয়ে গেছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে এক ইরাক প্রবাসী সর্বস্ব খুয়েছেন। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে স্টমাক ওয়াশ দিয়ে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। তিনি সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।