নিজস্ব প্রতিবেদক :
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, যারা সার্ভার হ্যাক করেছে কোন অর্থ দাবি করেনি। গাফিলতি ছিলো বলেও সার্ভার আক্রান্ত হয়েছে।
রোববার (২৬ মার্চ) রাজধানীর একটি হোটেলে ‘মুজিবের বাংলাদেশ’ স্মারক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ বিষয়ে বিমানের এমডি শফিউল আজিম বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে , ২৭ মার্চ আইসিটি মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে যৌথভাবে জানানো হবে সর্বশেষ আপডেট।
তবে হ্যাকাররা কোন অর্থ দাবি করেননি বলে দাবি করেন বিমানের প্রতিমন্ত্রী। তিনি বলেন, সামান্য ক্ষতি হয়েছে। তেমন ক্ষতি করতে পারেনি। অ্যাটাক হয়েছে এটাই একটা ক্ষতি। টাকা দাবি করার মতো তথ্য আমাদের কাছে নেই। তারা তেমন কোনো তথ্যও নিতে পারেনি। তারা (হ্যাকার) ফায়ার ওয়ালের মধ্যে ঢুকতে পারেনি।
সাইবার হামলার শিকার বিমানকে দুই দফা সর্তক করেছিলো তথ্যও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা সংস্থা বিজিডি ই গভ সার্ট। এ বিষয়ে কর্তৃপক্ষের দাবি, আগে হামলার কোন তথ্য ছিলো না।
হ্যাকারদের থেকে সাইট উদ্ধারে কি পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, যে যে ব্যবস্থা নেওয়া দরকার নেওয়া হয়েছে। জিডি করা হয়েছে। এ নিয়ে তদন্ত হচ্ছে।