নিজস্ব প্রতিবেদক :
গাজীপুরের কালিয়াকৈরে এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ সোলায়মান মোল্লা (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ মার্চ) সকালের দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউতে) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাটভায়েরা গ্রামের মৃত হোসেন মোল্লার ছেলে। গাজীপুর কালিয়াকৈরের টপস্টার এলাকায় ভাড়া থাকতেন। ওই এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা তরিকুল ইসলাম। তিনি বলেন, গাজীপুরের কালিয়াকৈর থেকে দগ্ধ অবস্থায় আমাদের এখানে ৩৭ জন এসেছিলেন। চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে আজ সকালের দিকে সোলায়মান মোল্লা নামে একজনের মৃত্যু হয়। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে, বাকিদের চিকিৎসা চলছে।
নিহত সোলায়মান মোল্লার ছেলে আকাশ জানান, তাদের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার হাট বায়রা গ্রামে। গাজীপুরে ভাড়া থাকেন। তাঁরা ভাঙ্গারির ব্যবসা করতেন। ঘটনার সময় বাইরে রাস্তায় ছিল তার বাবা।
এই ঘটনায় আরও দগ্ধ হন সোলায়মানের ছোট ভাইয়ের স্ত্রী শিল্পী আক্তার (৪০) ও তাঁর দুই ছেলে নুর নবী নিলয় (৩) ও নীরব (৭)।
উল্লেখ্য, বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় কালিয়াকৈর কোনাবাড়ী তেলিচালা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে নারী-শিশুসহ ৩৭ জন হাসপাতালে আসেন। এর মধ্যে ৩৪ জনকে ওই রাতেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।