Dhaka মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে ট্রেনের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ৪

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৫:০৯:৫১ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২
  • ১৯১ জন দেখেছেন

গাজীপুরের শ্রীপুরে ট্রেনের ধাক্কায় ৪ বাস যাত্রী নিহত ও অন্তত ১৩ জন আহত হয়েছে। রোববার (২৪শে জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের মাইজপাড়া ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীপুর রেলস্টেশনের মাস্টার হারুন অর রশিদ জানান, কাওরাইদ স্টেশন ও সাতখামাইর স্টেশনের মাঝামাঝি মাইজপাড়া ক্রসিং পার হচ্ছিল গার্মেন্টস শ্রমিকদের বহনকারী একটি বাস। এসময় ঢাকা থেকে ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস ট্রেন বাসটিকে ধাক্কা দেয়।

গাজীপুর রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্ল্যাহ্ জানান, এ ঘটনায় ঘটনাস্থলে প্রিয়া নামে একজন শ্রমিক নিহত হয়েছে। আহত হয় ১৫ জন। তাদের মধ্যে দুজনকে ট্রেনে করে চিকিৎসার জন্য ময়মনসিংহ নেয়ার পথে মারা যায়। তাদের মরদেহ গফরগাঁও রেলস্টেশনে নামিয়ে রাখা হয়েছে। এছাড়া হাসপাতালে মারা যায় আরও একজন। আহতদের স্থানীয় হাসপাতালসহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস জানান, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জনকে আনা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংস্কার না হওয়ায় খানাখন্দে চলাচলে অনুপযোগী, দুর্ভোগ শিক্ষক-শিক্ষার্থীদের

গাজীপুরে ট্রেনের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ৪

প্রকাশের সময় : ০৫:০৯:৫১ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২

গাজীপুরের শ্রীপুরে ট্রেনের ধাক্কায় ৪ বাস যাত্রী নিহত ও অন্তত ১৩ জন আহত হয়েছে। রোববার (২৪শে জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের মাইজপাড়া ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীপুর রেলস্টেশনের মাস্টার হারুন অর রশিদ জানান, কাওরাইদ স্টেশন ও সাতখামাইর স্টেশনের মাঝামাঝি মাইজপাড়া ক্রসিং পার হচ্ছিল গার্মেন্টস শ্রমিকদের বহনকারী একটি বাস। এসময় ঢাকা থেকে ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস ট্রেন বাসটিকে ধাক্কা দেয়।

গাজীপুর রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্ল্যাহ্ জানান, এ ঘটনায় ঘটনাস্থলে প্রিয়া নামে একজন শ্রমিক নিহত হয়েছে। আহত হয় ১৫ জন। তাদের মধ্যে দুজনকে ট্রেনে করে চিকিৎসার জন্য ময়মনসিংহ নেয়ার পথে মারা যায়। তাদের মরদেহ গফরগাঁও রেলস্টেশনে নামিয়ে রাখা হয়েছে। এছাড়া হাসপাতালে মারা যায় আরও একজন। আহতদের স্থানীয় হাসপাতালসহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস জানান, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জনকে আনা হয়েছে।