Dhaka মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে অটোরিকশায় পিকআপের ধাক্কায় নিহত ২

গাজীপুর জেলা প্রতিনিধি : 

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অটোরিকশায় পিকআপ ভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় পাকিস্তান গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন গাজীপুর নগরের দক্ষিণ সালনা এলাকার ইউসুফ আলীর ছেলে অটোরিকশার চালক এমদাদুল হক ও অজ্ঞাতপরিচয় এক নারী। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান দ্রুতগতিতে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সংঘর্ষে ঘটনাস্থলে অটোরিকশা ড্রাইভার ও এক যাত্রীর মৃত্যু হয়। এই ঘটনায় আরো পাঁচ জন আহত হন। স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্মকর্তা মোহাম্মদ আবুল ফজল জানান, সকালে দুর্ঘটনায় নিহত দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। বর্তমানে পাঁচজন রোগী ভর্তি আছেন এবং তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

গাজীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। তাদরে মরদেহ উদ্ধার করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

গাজীপুরে অটোরিকশায় পিকআপের ধাক্কায় নিহত ২

প্রকাশের সময় : ০৪:০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

গাজীপুর জেলা প্রতিনিধি : 

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অটোরিকশায় পিকআপ ভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় পাকিস্তান গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন গাজীপুর নগরের দক্ষিণ সালনা এলাকার ইউসুফ আলীর ছেলে অটোরিকশার চালক এমদাদুল হক ও অজ্ঞাতপরিচয় এক নারী। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান দ্রুতগতিতে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সংঘর্ষে ঘটনাস্থলে অটোরিকশা ড্রাইভার ও এক যাত্রীর মৃত্যু হয়। এই ঘটনায় আরো পাঁচ জন আহত হন। স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্মকর্তা মোহাম্মদ আবুল ফজল জানান, সকালে দুর্ঘটনায় নিহত দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। বর্তমানে পাঁচজন রোগী ভর্তি আছেন এবং তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

গাজীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। তাদরে মরদেহ উদ্ধার করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।