Dhaka সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় ৭ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস

আন্তর্জাতিক ডেস্ক : 

গাজায় আটক অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে শুরু করেছে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। গাজায় প্রথম ধাপে সাতজন জিম্মিকে রেডক্রসের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম।

স্থানীয় সময় সোমবার (১৩ অক্টোবর) সকাল আটটার পর জিম্মি মুক্তি প্রক্রিয়া শুরু করা হয়।

জিম্মি ও নিঁখোজ পরিবারগুলোর সংগঠনের তথ্যমতে, মুক্তি পাওয়া জিম্মিরা হলেন- গালি বারমান, জিভ বারমান, এইটান আব্রাহাম মর, ওমরি মিরান, মাতান আংগ্রেস্ট, আলোন ওহেল, গাই গিলবোয়া-ডালাল।

এ বিষয়ে ইসরায়েল সরকার কিংবা দেশটির সামরিক বাহিনী এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

আজ মোট ২০ জন জীবিত জিম্মিকে মুক্তি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে- হামাস এর আগে মুক্তিপ্রাপ্তদের একটি তালিকা প্রকাশ করেছে।

ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, গাজায় প্রথম সাত জিম্মিকে রেডক্রসের আন্তর্জাতিক কমিটির (আইসিআরসি) হাতে তুলে দেওয়া হয়েছে।

বিবিসি জানিয়েছে, তারা ইসরায়েলি গণমাধ্যমের এ খবর আইসিআরসি বা ইসরায়েলি সামরিক বাহিনীর মাধ্যমে নিশ্চিত হতে পারেনি।

গাজায় প্রথম ইসরায়েলি জিম্মিদের রেডক্রসের হাতে তুলে দিয়েছে হামাস, এ প্রক্রিয়ার সঙ্গে জড়িত এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এমনটি জানিয়েছেন।

রেডক্রসের কাছে জিম্মিদের প্রথম দলটিকে হস্তান্তর করা হয়েছে, এমন খবর আসতেই ইসরায়েলের তেল আবিব শহরের ‘জিম্মি চত্বরে’ জড়ো হওয়া কয়েক হাজার মানুষ আনন্দে ফেটে পড়েন।

‘জিম্মি চত্বরে’ একটি বিশাল ডিজিটাল পর্দার সামনে জড়ো হয়ে আছেন তারা। ওই পর্দায় জিম্মি মুক্তির সর্বশেষ খবর দেখানো হচ্ছে। এখানে জড়ো হওয়া ইসরায়েলিরা নিজ দেশের পতাকা দোলাতে দোলাতে সমবেতভাবে ‘তারা বাড়িতে আসছে’ গান গাইছে।

একটি বিবৃতি দিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জিম্মিদের প্রথম দলের হস্তান্তরের কথা নিশ্চিত করেছে।

বিবৃতিতে তারা বলেছে, রেডক্রসের দেওয়া তথ্য অনুযায়ী, সাতজন জিম্মিকে তাদের জিম্মায় দেওয়া হয়েছে। এসব জিম্মিকে গাজা ভূখণ্ডে অবস্থানরত আইডিএফ ও আইএসএ বাহিনীর কাছে নিয়ে যাওয়া হচ্ছে। পরে আরও জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করা হবে বলে ধারণা করা হচ্ছে। আইডিএফ তাদের গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে আছে।

হামাসের কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, হামাস ইসরায়েলের সাত জিম্মির প্রথম দলটিকে রেডক্রসের কাছে হস্তান্তর করেছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

গাজায় ৭ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস

প্রকাশের সময় : ১২:৩৫:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : 

গাজায় আটক অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে শুরু করেছে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। গাজায় প্রথম ধাপে সাতজন জিম্মিকে রেডক্রসের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম।

স্থানীয় সময় সোমবার (১৩ অক্টোবর) সকাল আটটার পর জিম্মি মুক্তি প্রক্রিয়া শুরু করা হয়।

জিম্মি ও নিঁখোজ পরিবারগুলোর সংগঠনের তথ্যমতে, মুক্তি পাওয়া জিম্মিরা হলেন- গালি বারমান, জিভ বারমান, এইটান আব্রাহাম মর, ওমরি মিরান, মাতান আংগ্রেস্ট, আলোন ওহেল, গাই গিলবোয়া-ডালাল।

এ বিষয়ে ইসরায়েল সরকার কিংবা দেশটির সামরিক বাহিনী এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

আজ মোট ২০ জন জীবিত জিম্মিকে মুক্তি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে- হামাস এর আগে মুক্তিপ্রাপ্তদের একটি তালিকা প্রকাশ করেছে।

ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, গাজায় প্রথম সাত জিম্মিকে রেডক্রসের আন্তর্জাতিক কমিটির (আইসিআরসি) হাতে তুলে দেওয়া হয়েছে।

বিবিসি জানিয়েছে, তারা ইসরায়েলি গণমাধ্যমের এ খবর আইসিআরসি বা ইসরায়েলি সামরিক বাহিনীর মাধ্যমে নিশ্চিত হতে পারেনি।

গাজায় প্রথম ইসরায়েলি জিম্মিদের রেডক্রসের হাতে তুলে দিয়েছে হামাস, এ প্রক্রিয়ার সঙ্গে জড়িত এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এমনটি জানিয়েছেন।

রেডক্রসের কাছে জিম্মিদের প্রথম দলটিকে হস্তান্তর করা হয়েছে, এমন খবর আসতেই ইসরায়েলের তেল আবিব শহরের ‘জিম্মি চত্বরে’ জড়ো হওয়া কয়েক হাজার মানুষ আনন্দে ফেটে পড়েন।

‘জিম্মি চত্বরে’ একটি বিশাল ডিজিটাল পর্দার সামনে জড়ো হয়ে আছেন তারা। ওই পর্দায় জিম্মি মুক্তির সর্বশেষ খবর দেখানো হচ্ছে। এখানে জড়ো হওয়া ইসরায়েলিরা নিজ দেশের পতাকা দোলাতে দোলাতে সমবেতভাবে ‘তারা বাড়িতে আসছে’ গান গাইছে।

একটি বিবৃতি দিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জিম্মিদের প্রথম দলের হস্তান্তরের কথা নিশ্চিত করেছে।

বিবৃতিতে তারা বলেছে, রেডক্রসের দেওয়া তথ্য অনুযায়ী, সাতজন জিম্মিকে তাদের জিম্মায় দেওয়া হয়েছে। এসব জিম্মিকে গাজা ভূখণ্ডে অবস্থানরত আইডিএফ ও আইএসএ বাহিনীর কাছে নিয়ে যাওয়া হচ্ছে। পরে আরও জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করা হবে বলে ধারণা করা হচ্ছে। আইডিএফ তাদের গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে আছে।

হামাসের কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, হামাস ইসরায়েলের সাত জিম্মির প্রথম দলটিকে রেডক্রসের কাছে হস্তান্তর করেছে।