বিনোদন ডেস্ক :
কি এক অবাক করা ব্যাপার! গাছ থেকে ফল-ফুল পড়ে। আর দক্ষিণ ভারতের অভিনেতা থেকে নেতা হওয়া তারকা থালাপতি বিজয়ের গাড়ির উপর পড়লেন এক ভক্ত। অপ্রত্যাশিত ও চমকপ্রদ ঘটনাটি প্রকাশ হতেই ভাইরাল হয়েছে।
জানা গেছে, থালাপতি বিজয় তার দল তামিলাগা ভেট্রি কাজগামের প্রচারে গাড়ি বহর নিয়ে এক রাজনৈতিক র্যালি করে যাচ্ছিলেন। ওই মুহূর্তে গাছ থেকে ঝাঁপিয়ে বিজয়ের গাড়ির ওপর পড়েন এক ভক্ত। এই অবাক করা মুহূর্তটি সবাইকে অবাক করে দেয়। ভিডিওটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি গাছের ওপর উঠে গিয়ে বিজয়ের গাড়ির দিকে ঝাঁপিয়ে পড়েন। তখন বিজয় সানরুফ থেকে সমর্থকদের দিকে হাত নেড়ে হ্যালো বলছিলেন। বেশ ভারসাম্য ধরে রেখেই ঝাঁপ দিয়েছিলেন ওই ভক্ত। গাড়ির ওপর অক্ষতভাবে অবতরণ করেন তিনি। বিজয় প্রথমে অবাক হয়ে যান। তারপর পেছনে তাকিয়ে তিনি ভক্তকে সাহায্য করেন। তাকে একটি স্কার্ফও দেন।
থালাপতি বিজয়ের বিশাল ভক্তগোষ্ঠীর কথা নতুন করে বলার কিছু নেই। ২০ এপ্রিল তার চেন্নাই বাসভবনের বাইরে এক বিশাল ভিড় জমেছিল। তাদের প্রতি তার ভালোবাসা প্রকাশ করতে বিজয় ছাদে উঠে ভক্তদের সাথে বিশেষ মুহূর্ত কাটান এবং হাসিমুখে তাদের শুভেচ্ছা জানান।
অন্যদিকে, বিজয়ের আসন্ন সিনেমা ‘জানা নায়াগা’ন ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে। এই ছবিটি তার সফল ক্যারিয়ারকে আরও একধাপ এগিয়ে নেবে বলে মনে করা হচ্ছে। ছবিতে তিনি সেনাবাহিনী সংশ্লিষ্ট একটি গল্পে অভিনয় করছেন। তার বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে। ববি দেওল এ ছবির খলনায়ক। আগামী বছরের ৯ জানুয়ারি ছবিটি মুক্তি পাবে।