Dhaka শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

গাছ থেকে জামরুল পাড়ছেন অভিনেত্রী মিমি

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:১৫:০৯ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩
  • ২০০ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

রেলিং ঘেঁষে বেড়ে উঠেছে জামরুল গাছ। নিচে দাঁড়িয়ে কয়েকটি জামরুল পাড়েন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। কিছুক্ষণ পর রেলিং বেয়ে উপরে উঠে জামরুল পাড়তে থাকেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।

ভিডিওর ক্যাপশনে মিমি লিখেছেন ‘সর্বশেষ একটা ডে-অফ মিলেছে। দিনটা নিজের মতো করে কাটালাম।’ একজন সংসদ সদস্য ও জনপ্রিয় অভিনেত্রীকে এমন সাধারণ রূপে দেখে ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘দারুণ, আজকে বাচ্চা রূপটা দেখালে। খুব সুন্দর।’ আরেকজন লিখেছেন, ‘ম্যাম, আপনি এরকম ন্যাচারাল থাকুন।’ কেউ কেউ বলছেন, ‘গেছো মিমি।’

অভিনেত্রী ভিডিওতে জানান, লকডাউনের সময় গাছটি তার বাবা লাগিয়েছেন। বছর কয়েক দিনের মধ্যে বড় হয়ে গেছে গাছটি। আর এখন জামরুলের সিজন। জামরুলে ভরে গেছে গাছটি।

কিছু জামরুল হাতের কাছে থাকলেও কিছু আবার অনেক উঁচুতে। এ কারণে লোরার রেলিংয়ে উঠে পড়েন টালি নায়িকা। অনেকগুলো পাড়ার পর গাছ থেকে নেমেই খাওয়া শুরু করেন। আর সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

মিমির পরবর্তী সিনেমা ‘রক্তবীজ’। সিনেমাটিতে তার বিপরীতে রয়েছেন আবির চ্যাটার্জি। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন ভিক্টর ব্যানার্জি, অনসূয়া মজুমদার, কাঞ্চন মল্লিক, অম্বরীশ ভট্টাচার্য, দেবাশিস মণ্ডল প্রমুখ। এটি পরিচালনা করছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি। আগামী পূজায় এটি মুক্তি পাবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

গাছ থেকে জামরুল পাড়ছেন অভিনেত্রী মিমি

প্রকাশের সময় : ০৮:১৫:০৯ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩

বিনোদন ডেস্ক : 

রেলিং ঘেঁষে বেড়ে উঠেছে জামরুল গাছ। নিচে দাঁড়িয়ে কয়েকটি জামরুল পাড়েন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। কিছুক্ষণ পর রেলিং বেয়ে উপরে উঠে জামরুল পাড়তে থাকেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।

ভিডিওর ক্যাপশনে মিমি লিখেছেন ‘সর্বশেষ একটা ডে-অফ মিলেছে। দিনটা নিজের মতো করে কাটালাম।’ একজন সংসদ সদস্য ও জনপ্রিয় অভিনেত্রীকে এমন সাধারণ রূপে দেখে ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘দারুণ, আজকে বাচ্চা রূপটা দেখালে। খুব সুন্দর।’ আরেকজন লিখেছেন, ‘ম্যাম, আপনি এরকম ন্যাচারাল থাকুন।’ কেউ কেউ বলছেন, ‘গেছো মিমি।’

View this post on Instagram

A post shared by মিমি চক্রবর্তী (@mimichakraborty)

অভিনেত্রী ভিডিওতে জানান, লকডাউনের সময় গাছটি তার বাবা লাগিয়েছেন। বছর কয়েক দিনের মধ্যে বড় হয়ে গেছে গাছটি। আর এখন জামরুলের সিজন। জামরুলে ভরে গেছে গাছটি।

কিছু জামরুল হাতের কাছে থাকলেও কিছু আবার অনেক উঁচুতে। এ কারণে লোরার রেলিংয়ে উঠে পড়েন টালি নায়িকা। অনেকগুলো পাড়ার পর গাছ থেকে নেমেই খাওয়া শুরু করেন। আর সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

মিমির পরবর্তী সিনেমা ‘রক্তবীজ’। সিনেমাটিতে তার বিপরীতে রয়েছেন আবির চ্যাটার্জি। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন ভিক্টর ব্যানার্জি, অনসূয়া মজুমদার, কাঞ্চন মল্লিক, অম্বরীশ ভট্টাচার্য, দেবাশিস মণ্ডল প্রমুখ। এটি পরিচালনা করছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি। আগামী পূজায় এটি মুক্তি পাবে।