এফডিসিতে ‘গাঙচিল’ সিনেমার শুটিং করেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন চিত্রনায়িকা পূর্ণিমা। দীর্ঘদিন পর তিনি শনিবার এফডিসিতে শুটিং শুরু করেন। শুটিংয়ের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
সিনেমাটির পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল জানান, সন্ধ্যার দিকে পূণির্মা তার শরীর খারাপের কথা জানান। বলেছিলেন জ্বর আসতে পারে। পরে ৯ টার মধ্যে ক্যামেরা ক্লোজ করে তাকে ছেড়ে দেই।
আরও পড়ুন : পাঞ্জাবের জয়ে উৎফুল্ল দলের মালিক প্রীতি জিনতা
আজ জানলাম তার জ্বরটা নাকি বেড়েছে। তিনি টেক্সট করে জানিয়েছেন আজ শুটিংয়ে অংশ নিতে পারছেন না। তাকে চিকিৎসক বিশ্রামের পরামর্শ দিয়েছেন।
পূণির্মার কারণে শুটিং আপাতত স্থগিত রাখতে বাধ্য হয়েছে বলে উল্লেখ করেন নেয়ামুল। প্রসঙ্গত, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা উপন্যাস ‘গাঙচিল’ অবলম্বনে নির্মাণ হচ্ছে সিনেমাটি। এতে এনজিওকর্মীর ভূমিকায় কাজ করছেন পূর্ণিমা।