গাইবান্ধা জেলা প্রতিনিধি :
গাইবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বের জেরে প্রকাশ্যে রুবেল মিয়া (২৫) নামে এক যুবকের হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ উঠেছে।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার শাপলা মেল এলাকায় এই ঘটনা ঘটে।
গুরুতর আহত রুবেল মিয়া পৌরসভার মহুরি পাড়ার ব্যবসায়ী মোকাব্বর মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল মিয়া তার বন্ধু মোশারফ রহমানের সঙ্গে দেখা করতে শাপলা মেল এলাকায় যান। এসময় মোশারফের প্রতিপক্ষ সুখনগর এলাকার বাবুসহ পাঁচজন তখন রুবেলের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে রুবেলের ডান হাতের কবজি বিচ্ছিন্ন করে দেয়। এছাড়া শরীরের বিভিন্ন অংশে আঘাত করে তাকে রক্তাক্ত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজে রেফার্ড করেন।
রুবেলের বন্ধু মোশারফ বলেন, আমাদের সঙ্গে বাবুর জমি নিয়ে বিরোধ ছিল। তবে কেন আমার বন্ধুকে অস্ত্র দিয়ে আঘাত করা হলো? আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমাকেও তারা অস্ত্র দিয়ে আঘাত করেছে।
রুবেলের বাবা মোকাব্বর মিয়া বলেন, আমার ছেলেকে কোনও কারণ ছাড়াই এভাবে হত্যার উদ্দেশে হামলা করা হয়েছে। যারা আমার সন্তানের হাতের কবজি কেটে দিয়েছে— তাদের কঠোর শাস্তি চাই।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনার সত্যতা পেয়েছি। ডান হাতের কবজটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ইতোমধ্যে পাঁচজনকে আটক করা করেছে পুলিশ। এই মুহূর্তে আটকদের নাম বলা যাবে না। রুবেলের বাবা মোকাব্বর মিয়া বাদী হয়ে একটি লিখিত অভিযোগ করেছেন।
এদিকে, এ নৃশংস হামলায় এলাকায় নিন্দা ও ক্ষোভের ঝড় উঠেছে। স্বজন ও এলাকাবাসী দ্রুত সব আসামিকে গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
গাইবান্ধা জেলা প্রতিনিধি 






















