মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি :
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া এলাকার পুকুর থেকে অজ্ঞাত এক কিশোরের গলায় রশি প্যাঁচানো অবস্থায় ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ হলদিয়ার তিন দোকান এলাকায় প্রথমে স্থানীয়রা একটি ডোবায় মরদেহটির কিছুটা অংশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
পুলিশও স্থানীয়রা জানান, সকালে এক নারী বাড়ির পাশে হাঁস খুঁজতে গিয়ে মরদেহটি প্রথমে দেখেন। পরে তিনি আশেপাশে থাকা সবাইকে বিষয়টি জানালে পুলিশকে খবর দেয়া হয়।
স্থানীয় মেম্বার শাহীন সরদার জানান, ছেলেটি আমাদের এলাকার না। কেউ চেনে না। গলায় রশি পেঁচানো অবস্থায় মরদেহ পুকুরে ভাসছিল। বয়স আনুমানিক ১৫-১৭ বছর হবে। পুলিশকে কল করেলে ওনারা এসে মরদেহটি উদ্ধার করে। ধারণা করছি এটি হত্যাকাণ্ড হবে। কেননা মুখমন্ডলে আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি আরও জানান, ধারণা করছি এটা হত্যাকাণ্ড হবে। কারণ মুখমণ্ডলে ও শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়াও শক্ত করে গলায় রশি পেঁচানো অবস্থায় মরদেহটি পাওয়া গেছে নির্জন এলাকাটিতে।
এ ব্যাপারে লৌহজং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত সাইফুল ইসলাম বলেন, এক তরুণের মরদেহ পাওয়া গেছে। সেটি ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খোন্দকার ইমাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা একটি হত্যাকাণ্ড। যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের প্রক্রিয়াধীন।