বিনোদন ডেস্ক :
গভীর রাতে নিজ বাড়িতে ঢুকে বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনা ঘটেছে। তাকে ছুরি দিয়ে বেশ কয়েকবার আঘাত করা হয়েছে। পরে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে সাইফ আলি খানকে। তবে আপাতত তিনি বিপদমুক্ত আছেন বলে জানা গেছে।
জানা যায়, বুধবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে সাইফের বান্দ্রার বাড়িতে এক দুষ্কৃতি ঢুকে পড়ে। চুরির জন্যই বাড়িতে ঢুকেছে বলে ধারণা করা হচ্ছে। দুষ্কৃতিরা একাধিকবার সাইফের ওপর ছুরি নিয়ে আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় সাইফকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন আছেন। আপাতত সাইফ বিপদমুক্ত বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
এদিকে ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে বান্দ্রা থানার পুলিশ। কে বা কারা বলিউডের ‘নবাব’র ওপর হামলা চালাল তা অনুসন্ধান করা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ডাকাতির উদ্দেশে অভিনেতার বাড়িতে ঢুকেছিল দুষ্কৃতীরা। তবে নিছকই চুরি নাকি এই হামলার নেপথ্যে অন্য কোনও কারণ আছে তা খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ।
এখন মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে অস্ত্রোপচার চলছে সাইফের। মেরুদণ্ডের পাশে আর ঘাড়ে গভীর ক্ষতর কথার নিশ্চিত করেছেন চিকিৎসকেরা। জানা গেছে, সাইফের শরীরে দুর্বৃত্তরা ছুরি দিয়ে ছয়বার কোপ বসিয়েছে। এদিকে সাইফের পক্ষ থেকে সাইফনার ফ্ল্যাটে হামলার সত্যতা নিশ্চিত করা হয়েছে। এক বিবৃতিতে সাইফ আলী খানের জনসংযোগ কর্মকর্তা বলেছেন, ‘সাইফ আলী খানের বাড়িতে ডাকাতি করার চেষ্টা করা হয়েছিল। তিনি এখন হাসপাতালে আছেন। তাঁর অস্ত্রোপচার চলছে। আমরা সংবাদমাধ্যম এবং তাঁর ভক্তদের ধৈর্য ধরার জন্য অনুরোধ জানাচ্ছি। পুলিশ এই হামলার তদন্ত করছে। আমাদের পক্ষ থেকে এ বিষয়ে আপডেট দেওয়া হবে।’
কথা বলেছেন লীলাবতী হাসপাতালের প্রধান নির্বাহী নীরজ উত্তমণি। তিনি জানিয়েছেন, ‘১৬ জানুয়ারি দিবাগত ৩টা বেজে ৩০ মিনিট নাগাদ সাইফকে লীলাবতী হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাঁর শরীরে ছয়টা আঘাতের চিহ্ন আছে। এর মধ্যে দুইটি আঘাত বেশ গভীর। একটা আঘাত সাইফের শিরদাঁড়ার কাছে আছে। আমরা তাঁর অস্ত্রোপচার করছি।’
মুম্বাই পুলিশ এই মামলার জোর তদন্তে নেমে পড়েছে। সাইফের ওপর কে বা কারা হামলা চালিয়েছে, তা অনুসন্ধানের চেষ্টা করছে তারা। সাইফনার বাসায় এই হামলা শুধু কী লুটপাটের উদ্দেশ্য, না এর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে, তা খতিয়ে দেখছে পুলিশ। সাইফ-কারিনার বাসার সব কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করছে তারা।
মুম্বাই পুলিশ জানিয়েছে যে বুধবার মধ্যরাতে চোর সাইফের বান্দ্রার অ্যাপার্টমেন্টে প্রবেশ করেছিল। সাইফ দেখেছিলেন যে বাড়ির পরিচারিকা কারও একজনের সঙ্গে বচসা হচ্ছিল। সাইফ যখন তাঁদের বচসা থামানোর চেষ্টা করেন, তখন তাঁর ওপর হামলা চালানো হয়। আর এই সময়ে সাইফের সঙ্গে দুর্বৃত্তদের হাতাহাতি শুরু হয়। চোর তাঁর শরীরে ছয়বার ছুরি দিয়ে আঘাত করে। জানা গেছে যে এই হামলায় সাইফের বাসার পরিচারিকাও আঘাত পেয়েছেন। ভারতীয় গণমাধ্যম আজতকের খবর অনুযায়ী, হামলার সময় কারিনা, তৈমুর ও জেহ বাসাতেই ছিল। কিন্তু তারা সবাই ভালো আছে। বেশি রাত পর্যন্ত কারিনা তাঁর বোন কারিশমা ও বন্ধুবান্ধবদের সঙ্গে নাকি পার্টি করেছিলেন।
এদিকে মুম্বাই পুলিশ কর্মকর্তা বলেন, ‘সাইফ আলি খান লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন। এটা স্পষ্ট নয় যে, তাকে ছুরি দিয়ে কোপানো হয়েছে, নাকি ডাকাতের সঙ্গে ধস্তাধস্তির জেরে তিনি আহত হয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। একই সঙ্গে এই ঘটনার তদন্ত করছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ।’