ময়মনসিংহ জেলা প্রতিনিধি :
ময়মনসিংহের গফরগাঁওয়ে বৃষ্টির মধ্যে মাছ ধরার সময় বজ্রপাতে সোহেল মণ্ডল (৪২) ও রাজিব মণ্ডল (৩৫) নামের দুই চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ অক্টোবর) ভোর ৬টা ৩৫ মিনিটে উপজেলার পাগলা থানা এলাকার লংগাইর ইউনিয়নের সতেরোবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সোহেল মণ্ডল সতেরোবাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও রাজিব মণ্ডল একই পরিবারের আকবর মণ্ডল বেপারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে মুষলধারে বৃষ্টির মধ্যে সোহেল মণ্ডল ও তার ভাতিজা রাজিব মণ্ডল বাড়ির পাশে ধানক্ষেতের আইলে চাই পেতে মাছ ধরতে যান।
এ সময় হঠাৎ বজ্রপাতে চাচা-ভাতিজা দুজনই অজ্ঞান হয়ে পড়ে যান। পরে পরিবারের লোকজন খোঁজ পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
লংগাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃষ্টির পানিতে পুকুর তলিয়ে মাছ ভেসে যাচ্ছিল। তা দেখে সোহেল মন্ডল ও রাজিব মন্ডল পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে যান। এ সময় হঠাৎ বজ্রপাতে সোহেল ও রাজিব গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
পাগলা থানার অফিসার ইনচার্জ রাজু আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠিয়েছি।