নিজস্ব প্রতিবেদক :
গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে আরও ৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে এ সময়ে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।
শুক্রবার (২৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৮ দশমিক ৭০ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতর জানায়, শুরু থেকে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ২০ লাখ ৪৬ হাজার ৯৩৫ জন এবং এদের মধ্যে ২৯ হাজার ৪৮১ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেনসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৯১টি। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৯ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।