ফরিদপুর জেলা প্রতিনিধি :
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম বলেন, আমরা যদি দেশে প্রকৃত গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে আমাদের সব অর্জন বৃথা হয়ে যাবে।
শুক্রবার (৭ জানুয়ারি) দুপুরে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের কৃত্তা মাদ্রাসা মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিগত বছরগুলোর রাজনৈতিক সংগ্রাম ও ছাত্র-জনতার ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, গত বছরের জুলাই অভ্যুত্থানে আমাদের অসংখ্য ভাই-বোনের রক্ত ঝরেছে। গত ১৭ বছরে গুম-খুন ও নির্যাতনের শিকার হয়েছেন বহু মানুষ। আবু সাঈদ, মুগ্ধ এবং সম্প্রতি দেশপ্রেমিক হাদির যে মৃত্যু—এসব আত্মত্যাগ তখনই সার্থক হবে যখন আমরা সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারবো। গণতন্ত্রহীনতায় এসব রক্ত বৃথা যাবে।
শামা ওবায়েদ ইসলাম বলেন, আমরা যদি গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে আমাদের সব অর্জনই বৃথা হয়ে যাবে। গত বছরের জুলাই অভ্যুত্থানে আমাদের এত ভাইয়ের, এত বোনের রক্ত ঝরেছে, ১৭ বছরে যে রক্ত ঝরেছে, গুম-খুন হয়েছে, আমাদের আবু সাঈদ, মুগ্ধদের প্রাণ গেছে, কদিন আগে আমাদের দেশপ্রেমিক মানুষ হাদির মৃত্যু হয়েছে—এইসব মৃত্যু, এইসব রক্ত সবই বৃথা যাবে যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে না পারি।
তিনি বলেন, ‘আগামী দিনে কোন দল ক্ষমতায় আসবে, সে সিদ্ধান্ত আমাদের সবাইকে সঠিকভাবে নিতে হবে। আমি সকলকে অনুরোধ জানাই, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। খালেদা জিয়ার মতো নেত্রী বাংলাদেশে আর আসবেন না। গণতন্ত্রের জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। বাংলাদেশের মানুষ কখনো তাকে ভুলবে না। তিনি চিরদিন বাংলাদেশের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।’
এ সময় সালথা উপজেলা যুবদল নেতা হাসান আশরাফের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুজ্জামান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত শরিফ, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওহিদুজ্জামান, ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আজাদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
দোয়া মাহফিলে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা হয় এবং তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
ফরিদপুর জেলা প্রতিনিধি 






















