Dhaka বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গণআন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটানো হবে : শামা ওবায়েদ

ফরিদপুর জেলা প্রতিনিধি : 

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, যদি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে আওয়ামী লীগকে যেতে হবে। আর যদি আওয়ামী লীগ থাকে, তাহলে দেশে কোনোদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। বেগম খালেদা জিয়া অসুস্থ, তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়া হয় না। আমাদের একটাই কর্মসূচি এখন এ সরকারের পতন। অন্যথায় গণআন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটানো হবে।

শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে ফরিদপুর শহরের কাঠপট্টি এলাকার বিএনপির কার্যালয়ের সামনে এক সমাবেশে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, এ সরকারের অধীনে নির্বাচন হবে না। নির্বাচন করতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। একদফা দাবি আর বিএনপির মধ্যে সীমাবদ্ধ নেই, সতেরো কোটি মানুষেরও একই দাবি।

শামা ওবায়েদ বলেন, জনগণ ভালো নেই, তিন বেলা ঠিকমতো খেতে পারে না মানুষ। গুম, খুন, রাহাজানিতে সারা দেশ বিপর্যস্ত। আমাদের হাজার হাজার নেতাকর্মীর নামে মামলা দেয়া হচ্ছে। বিগত দিনে যে মামলাগুলো হয়েছে অতিশিগগিরই সেগুলোর রায় ঘোষণা করা হবে বলে তারা অফিসিয়ালি নির্দেশ দিয়েছেন। একারণে এ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

তিনি বলেন, যদি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়, তাহলে ক্ষমতা থেকে আওয়ামী লীগকে সরে যেতে হবে। গণতন্ত্র ফেরাতে হলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হবে।

শামা ওবায়েদ বলেন, বিএনপির এক দফার দাবি শুধু আমাদের একার দাবি নয়, দলমত-নির্বিশেষে যুগপৎভাবে ১৭ কোটি মানুষের দাবি। এখন শেখ হাসিনার দুর্নীতিবাজ দল একদিকে অন্যদিকে সারা দেশ।’ তিনি বলেন, ‘আজকে মোমেন সাহেবের (পররাষ্ট্রমন্ত্রী) মুখে শোনা যায়, “সামনে খুব খারাপ সময় আসছে।” ওবায়দুল কাদের সাহেবও খারাপ অবস্থার কথাই বলছেন। অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “উনি যদি গণভবন থেকে চলে যান উনি কোথায় গিয়ে থাকবেন!” এখানে আমরা কিছু বলছি না। তাঁদের কথাই বোঝা যায়, তাঁদের সামনের সময় ভালো না।

শামা ওবায়েদ আরও বলেন, দেশের জনগণ ভালো নেই। তাঁরা তিন বেলা খেতে পারেন না। আমাদের হাজার হাজার, লাখ লাখ নেতা-কর্মীর নামে মামলা। শেখ হাসিনার সরকারের পক্ষ থেকে আমাদের নামে ২০১৩, ’১৪, ’১৫ সালে যেসব মামলা হয়েছে, আদালতকে তারা দ্রুত সেসব মামলার রায় দিতে নির্দেশ দিয়েছেন।

প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের দেশের জনগণের জন্য, দেশের মানুষের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। দয়া করে জনগণের পালস বোঝার চেষ্টা করুন।

ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুমের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল ইসলাম, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান, মাশুকুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী, সদস্যসচিব এ কে এম কিবরিয়া, মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান, জুলফিকার হোসেন, আলী আশরাফ প্রমুখ বক্তব্য দেন।

পরে বিকেল পাঁচটার দিকে গণমিছিল শুরু হয়। মিছিলটি কাঠপট্টি থেকে শুরু হয়ে থানা রোড ধরে জনতা ব্যাংকের মোড় হয়ে মুজিব সড়ক ধরে, ফরিদপুর প্রেসক্লাবের সামনে দিয়ে ফরিদপুর জেনারেল হাসপাতালসংলগ্ন ব্রহ্ম সমাজ সড়কে গিয়ে শেষ হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

এইচএসসির স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

গণআন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটানো হবে : শামা ওবায়েদ

প্রকাশের সময় : ০৮:৪২:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩

ফরিদপুর জেলা প্রতিনিধি : 

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, যদি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে আওয়ামী লীগকে যেতে হবে। আর যদি আওয়ামী লীগ থাকে, তাহলে দেশে কোনোদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। বেগম খালেদা জিয়া অসুস্থ, তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়া হয় না। আমাদের একটাই কর্মসূচি এখন এ সরকারের পতন। অন্যথায় গণআন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটানো হবে।

শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে ফরিদপুর শহরের কাঠপট্টি এলাকার বিএনপির কার্যালয়ের সামনে এক সমাবেশে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, এ সরকারের অধীনে নির্বাচন হবে না। নির্বাচন করতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। একদফা দাবি আর বিএনপির মধ্যে সীমাবদ্ধ নেই, সতেরো কোটি মানুষেরও একই দাবি।

শামা ওবায়েদ বলেন, জনগণ ভালো নেই, তিন বেলা ঠিকমতো খেতে পারে না মানুষ। গুম, খুন, রাহাজানিতে সারা দেশ বিপর্যস্ত। আমাদের হাজার হাজার নেতাকর্মীর নামে মামলা দেয়া হচ্ছে। বিগত দিনে যে মামলাগুলো হয়েছে অতিশিগগিরই সেগুলোর রায় ঘোষণা করা হবে বলে তারা অফিসিয়ালি নির্দেশ দিয়েছেন। একারণে এ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

তিনি বলেন, যদি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়, তাহলে ক্ষমতা থেকে আওয়ামী লীগকে সরে যেতে হবে। গণতন্ত্র ফেরাতে হলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হবে।

শামা ওবায়েদ বলেন, বিএনপির এক দফার দাবি শুধু আমাদের একার দাবি নয়, দলমত-নির্বিশেষে যুগপৎভাবে ১৭ কোটি মানুষের দাবি। এখন শেখ হাসিনার দুর্নীতিবাজ দল একদিকে অন্যদিকে সারা দেশ।’ তিনি বলেন, ‘আজকে মোমেন সাহেবের (পররাষ্ট্রমন্ত্রী) মুখে শোনা যায়, “সামনে খুব খারাপ সময় আসছে।” ওবায়দুল কাদের সাহেবও খারাপ অবস্থার কথাই বলছেন। অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “উনি যদি গণভবন থেকে চলে যান উনি কোথায় গিয়ে থাকবেন!” এখানে আমরা কিছু বলছি না। তাঁদের কথাই বোঝা যায়, তাঁদের সামনের সময় ভালো না।

শামা ওবায়েদ আরও বলেন, দেশের জনগণ ভালো নেই। তাঁরা তিন বেলা খেতে পারেন না। আমাদের হাজার হাজার, লাখ লাখ নেতা-কর্মীর নামে মামলা। শেখ হাসিনার সরকারের পক্ষ থেকে আমাদের নামে ২০১৩, ’১৪, ’১৫ সালে যেসব মামলা হয়েছে, আদালতকে তারা দ্রুত সেসব মামলার রায় দিতে নির্দেশ দিয়েছেন।

প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের দেশের জনগণের জন্য, দেশের মানুষের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। দয়া করে জনগণের পালস বোঝার চেষ্টা করুন।

ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুমের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল ইসলাম, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান, মাশুকুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী, সদস্যসচিব এ কে এম কিবরিয়া, মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান, জুলফিকার হোসেন, আলী আশরাফ প্রমুখ বক্তব্য দেন।

পরে বিকেল পাঁচটার দিকে গণমিছিল শুরু হয়। মিছিলটি কাঠপট্টি থেকে শুরু হয়ে থানা রোড ধরে জনতা ব্যাংকের মোড় হয়ে মুজিব সড়ক ধরে, ফরিদপুর প্রেসক্লাবের সামনে দিয়ে ফরিদপুর জেনারেল হাসপাতালসংলগ্ন ব্রহ্ম সমাজ সড়কে গিয়ে শেষ হয়।