Dhaka মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় স্বর্ণের ১২ বারসহ যুবক আটক

খুলনা জেলা প্রতিনিধি : 

খুলনার জিরো পয়েন্ট এলাকা থেকে স্বর্ণের ১২টি বারসহ মাসুম বিল্লাহ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে জিরো পয়েন্ট এলাকায় ঢাকা থেকে সাতক্ষীরাগামী বাসে তল্লাশি চালিয়ে এসব স্বর্ণের বারসহ ওই যুবককে আটক করে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক মাসুম বিল্লাহ সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার শাকড়া গ্রামের আলম গাজীর ছেলে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, ভারতে পাচারের উদ্দেশ্যে ঢাকা থেকে স্বর্ণের বার বাসযোগে সাতক্ষীরায় নিয়ে যাওয়া হচ্ছে। এ সংবাদের ভিত্তিতে জিরো পয়েন্ট এলাকায় টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। ওই বাসের যাত্রী মাসুম বিল্লাহর জুতার নিচে কৌশলে রাখা স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের বারের মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।

এই চোরাচালানের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা খুঁজে দেখা হচ্ছে। এ ঘটনায় লবণচরা থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

খুলনায় স্বর্ণের ১২ বারসহ যুবক আটক

প্রকাশের সময় : ০৩:৫২:৫৪ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

খুলনা জেলা প্রতিনিধি : 

খুলনার জিরো পয়েন্ট এলাকা থেকে স্বর্ণের ১২টি বারসহ মাসুম বিল্লাহ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে জিরো পয়েন্ট এলাকায় ঢাকা থেকে সাতক্ষীরাগামী বাসে তল্লাশি চালিয়ে এসব স্বর্ণের বারসহ ওই যুবককে আটক করে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক মাসুম বিল্লাহ সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার শাকড়া গ্রামের আলম গাজীর ছেলে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, ভারতে পাচারের উদ্দেশ্যে ঢাকা থেকে স্বর্ণের বার বাসযোগে সাতক্ষীরায় নিয়ে যাওয়া হচ্ছে। এ সংবাদের ভিত্তিতে জিরো পয়েন্ট এলাকায় টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। ওই বাসের যাত্রী মাসুম বিল্লাহর জুতার নিচে কৌশলে রাখা স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের বারের মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।

এই চোরাচালানের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা খুঁজে দেখা হচ্ছে। এ ঘটনায় লবণচরা থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।