খুলনা জেলা প্রতিনিধি :
খুলনার পাইকগাছা উপজেলায় মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
বুধবার (৫ জুন) সকাল ১০টার দিকে উপজেলার শিববাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভ্যানচালক পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের শাহাপাড়ার ইসমাইল গাজী (৬০), মটরসাইকেল আরোহী গড়ইখালীর হারুন গাইনের ছেলে মাহবুব গাইন ও পাইকগাছা পৌরসভার ৬নং ওয়ার্ডের আবিদুর মাস্টারের ছেলে মো. রিয়াদ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বড়দাল থেকে ছেড়ে আসা ইঞ্জিনচালিত অটোভ্যান এবং পাইকগাছা থেকে ছেড়ে যাওয়া নাম্বারবিহীন মোটরসাইকেল উপজেলার লস্কর ইউনিয়নের স্মরণখালী গ্রামের পাইকগাছা-কয়রা সড়কে মুখোমুখি সংঘর্ষ হয়।
বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, পাইকগাছার শিববাটি এলাকায় মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষে ভ্যানচালক, মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছেন।
তিনি বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ভ্যান জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।