Dhaka শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

খুলনা জেলা প্রতিনিধি : 

খুলনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে নগরীর খালিশপুরের গোয়ালখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো, নয়াবাটি টুটুলের মোড় এলাকার পলাশ বেপারীর মেয়ে আমেনা খাতুন (৮) এবং একই এলাকার আজিজুলের মেয়ে মোমিতা খাতুন (৮)।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে বালির পুকুরে গোসল করতে যায় তারা দুইজন। আধাঘণ্টা পর পুকুরে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। কিছুক্ষণ পর আরও একটি শিশুর মরদেহ দেখতে পাওয়া যায়। দ্রুত দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ভাষ্য, শিশু দুজনের কেউই সাঁতার জানত না।

খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী বলেন, দুজনেই স্থানীয় নয়াবাটি জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

দেশের উন্নয়নপ্রক্রিয়ায় জনগণকে সম্পৃক্ত করতে না পারলে কোনো পরিকল্পনাই সফল হবে না : মঈন খান

খুলনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ০৭:৫০:১৩ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

খুলনা জেলা প্রতিনিধি : 

খুলনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে নগরীর খালিশপুরের গোয়ালখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো, নয়াবাটি টুটুলের মোড় এলাকার পলাশ বেপারীর মেয়ে আমেনা খাতুন (৮) এবং একই এলাকার আজিজুলের মেয়ে মোমিতা খাতুন (৮)।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে বালির পুকুরে গোসল করতে যায় তারা দুইজন। আধাঘণ্টা পর পুকুরে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। কিছুক্ষণ পর আরও একটি শিশুর মরদেহ দেখতে পাওয়া যায়। দ্রুত দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ভাষ্য, শিশু দুজনের কেউই সাঁতার জানত না।

খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী বলেন, দুজনেই স্থানীয় নয়াবাটি জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।