Dhaka শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই আসামিকে হত্যা

খুলনা জেলা প্রতিনিধি :

খুলনা মহানগর দায়রা জজ আদালতের সামনে দুই আসামিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (৩০ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতদের হলেন ফজলে রাব্বি রাজন এবং হাসিব। তারা সোনাডাঙ্গা থানায় একটি অস্ত্র মামলার আসামি ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আসামিরা আজ রবিবার দুপুলে আদালতে হাজিরা দিতে আসেন। হাজিরা শেষে খুলনা মহনগর আদালত থেকে বের হলে দুর্বৃত্তরা এসে তাদের লক্ষ্য করে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় অন্যজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মো. ফজলে রাব্বি রাজন ও হাসিব হাওলাদার গুরুতর আহত হয়েছে। এর মধ্যে রাজন মারা গেছে। হাসিবও মারা গেছে বলে শুনতে পাচ্ছি। কিন্তু আমরা কনফার্ম না। রাজনের নামে ছয়টা মামলা আছে। হাসিবের নামও একাধিক মামলা আছে। দুইজনই শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী।

তিনি জানান, ঘটনাস্থলে রক্ত, চাপাতি, দুইটি মোটরসাইকেল পড়ে আছে। এ ঘটনায় তদন্ত চলছে। পরবর্তীতে বিস্তারিত জানানো সম্ভব হবে।

হাসিবের ভাই শাকিল হাওলাদার বলেন, কিছুদিন আগে ভাইয়ের নামে একটা অস্ত্র মামলা হয়। সেই মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন তার ভাই।

 

 

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

সরকারের কাজ জনগণকে ভোটদানে উদ্বুদ্ধ করা : আমীর খসরু

খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই আসামিকে হত্যা

প্রকাশের সময় : ০১:৫৮:২৬ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

খুলনা জেলা প্রতিনিধি :

খুলনা মহানগর দায়রা জজ আদালতের সামনে দুই আসামিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (৩০ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতদের হলেন ফজলে রাব্বি রাজন এবং হাসিব। তারা সোনাডাঙ্গা থানায় একটি অস্ত্র মামলার আসামি ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আসামিরা আজ রবিবার দুপুলে আদালতে হাজিরা দিতে আসেন। হাজিরা শেষে খুলনা মহনগর আদালত থেকে বের হলে দুর্বৃত্তরা এসে তাদের লক্ষ্য করে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় অন্যজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মো. ফজলে রাব্বি রাজন ও হাসিব হাওলাদার গুরুতর আহত হয়েছে। এর মধ্যে রাজন মারা গেছে। হাসিবও মারা গেছে বলে শুনতে পাচ্ছি। কিন্তু আমরা কনফার্ম না। রাজনের নামে ছয়টা মামলা আছে। হাসিবের নামও একাধিক মামলা আছে। দুইজনই শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী।

তিনি জানান, ঘটনাস্থলে রক্ত, চাপাতি, দুইটি মোটরসাইকেল পড়ে আছে। এ ঘটনায় তদন্ত চলছে। পরবর্তীতে বিস্তারিত জানানো সম্ভব হবে।

হাসিবের ভাই শাকিল হাওলাদার বলেন, কিছুদিন আগে ভাইয়ের নামে একটা অস্ত্র মামলা হয়। সেই মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন তার ভাই।