নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর খিলক্ষেতে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় মো. কফিল উদ্দিন নামে ৪৭ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (১১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে ৩০০ ফিট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কফিল উদ্দিনের বাড়ি গাজীপুরের কালিগঞ্জ থানার কলাপাড়া এলাকায়। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন।
জানা যায়, সকালে খিলক্ষেতের ৩০০ ফিট রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক কফিল উদ্দিনকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী আরিফ মেহেদী বলেন, আমরা আরএফএল কোম্পানিতে চাকরি করি। সকালের দিকে ৩০০ ফিট এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে (কফিল উদ্দিন) ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে কফিল উদ্দিনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, নিহত কফিল উদ্দিনের গ্রামের বাড়ি গাজীপুর জেলার কালিগঞ্জ থানার কলাপাড়া এলাকায়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।