নিজস্ব প্রতিবেদক :
এক মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া দেখতে যান বিএনপির মহাসচিব। হাসপাতালটির ৭২০১ নম্বর কেবিনে ঘণ্টাখানেক অবস্থান করে চেয়ারপারসনের শারীরিক খোঁজখবর নেন তিনি।
সূত্র জানায়, সেখানে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সার্বিক খোঁজখবর নিতে বিএনপি মহাসচিব গিয়েছেন। পাশাপাশি রাজনৈতিক বিষয়ে দলীয় প্রধানকে অবগত করবেন তিনি।
গত ৯ আগস্ট শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এরপর থেকে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থাইটিস, রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্রে জটিলতা, ফুসফুস, চোখ ও দাঁতের নানা সমস্যায় ভুগছেন। এছাড়া তাঁর মেরুদণ্ড, হাত ও হাঁটুতে বাতের সমস্যাসহ আরও কিছু শারীরিক জটিলতা রয়েছে।
জানা গেছে, হাসপাতালে অবস্থানকালে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন মির্জা ফখরুল। শনিবার রংপুর থেকে শুরু হওয়া বিএনপির তিন সহযোগী সংগঠনের রোডমার্চে যোগ দিতে ঢাকা ছাড়েন তিনি।
এর আগেও মির্জা ফখরুল তার দলের নেত্রীকে দেখতে বেশ কয়েকবার ওই হাসপাতালে গেছেন।