Dhaka বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদার চিকিৎসায় যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় তিন বিশেষজ্ঞ চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসা দিতে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের তিন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় এসে পৌঁছেছেন।

বুধবার (২৫ অক্টোবর) রাত ৭টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছান বলে জানান বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন।

যুক্তরাষ্ট্র থেকে আসা চিকিৎসকরা হলেন, ডা. হামিদ আহমেদ আব্দুর রব, ডা. ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস ও ডা. জেমস পিটার অ্যাডাম হ্যামিলটন। তারা তিন জনই বিশ্বখ্যাত মার্কিন বিশ্ববিদ্যালয় জনস হপকিন্সের চিকিৎসক।

এদের মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত প্রফেসর হামিদ রব জন হপকিন্স কিডনি ট্রান্সপ্লান্ট প্রোগ্রামের পরিচালক এবং মেডিসিন বিশেষজ্ঞ। অধ্যাপক ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস ইন্টারভেনশনাল অনকোলজি বিভাগের পরিচালক। তিনি রেডিওলোজি অ্যান্ড রেডিওলোজিকাল বিশেষজ্ঞ। এছাড়া সহযোগী অধ্যাপক জেমস পিটার হ্যামিলট একই বিশ্ববিদ্যালয়ের হেপাটোলোজি বিভাগের পরিচালক ও মেডিসিন বিশেষজ্ঞ।

বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। অবশ্য তিন সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসকের মধ্যে কোন কোন চিকিৎসক এসে পৌঁছেছেন, না সবাই এসেছেন তা নিশ্চিত করেননি ডা. জাহিদ।

অবশ্য বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসা দিতে মার্কিন তিন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পৌঁছেছেন। যুক্তরাষ্ট্রের চিকিৎসক টিমের সদস্যরা হলেন- ড. ক্রিস্টোস জর্জিয়াডেস, ড. জেমস পিটার অ্যাডাম হ্যামিলটন ও ড. হামিদ আহমেদ আব্দুর রব। তারা বিখ্যাত জনস হপকিনস হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক বলে জানা গেছে।

অবশ্য প্রেস উইংয়ের আরেক সদস্য শামসুদ্দিন দিদার রাত দশটার দিকে জানান, বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দলের দুজন চিকিৎসক সন্ধ্যা সোয়া ৭টায় ঢাকার বিমানবন্দরে এসে পৌঁছেছেন। টিমের আরেক সদস্য ডা. ক্রিস্টোস জর্জিয়াডসের রাত দুইটার (মধ্য রাতে) দিকে ঢাকায় পৌঁছাবার কথা রয়েছে।

এদিকে মঙ্গলবার (২৪ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে বেগম খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

৭৮ বছর বয়সী খালেদা জিয়া গত ৯ আগস্ট থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তিনি কিডনি, ফুসফুস, হৃদরোগ ও লিভারের জটিলতায় ভুগছেন। চিকিৎসকরা খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনে জোর দিচ্ছেন।

এর আগে দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দি হন। দুই বছরের বেশি সময় কারাবন্দি ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী।

বিএনপির সূত্র জানিয়েছে, স্বরাষ্ট্র ও স্বাস্থ্য উভয় মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়েই এই তিন চিকিৎসককে ঢাকায় আনা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের ফ্লাইট

খালেদার চিকিৎসায় যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় তিন বিশেষজ্ঞ চিকিৎসক

প্রকাশের সময় : ১০:৩৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসা দিতে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের তিন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় এসে পৌঁছেছেন।

বুধবার (২৫ অক্টোবর) রাত ৭টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছান বলে জানান বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন।

যুক্তরাষ্ট্র থেকে আসা চিকিৎসকরা হলেন, ডা. হামিদ আহমেদ আব্দুর রব, ডা. ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস ও ডা. জেমস পিটার অ্যাডাম হ্যামিলটন। তারা তিন জনই বিশ্বখ্যাত মার্কিন বিশ্ববিদ্যালয় জনস হপকিন্সের চিকিৎসক।

এদের মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত প্রফেসর হামিদ রব জন হপকিন্স কিডনি ট্রান্সপ্লান্ট প্রোগ্রামের পরিচালক এবং মেডিসিন বিশেষজ্ঞ। অধ্যাপক ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস ইন্টারভেনশনাল অনকোলজি বিভাগের পরিচালক। তিনি রেডিওলোজি অ্যান্ড রেডিওলোজিকাল বিশেষজ্ঞ। এছাড়া সহযোগী অধ্যাপক জেমস পিটার হ্যামিলট একই বিশ্ববিদ্যালয়ের হেপাটোলোজি বিভাগের পরিচালক ও মেডিসিন বিশেষজ্ঞ।

বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। অবশ্য তিন সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসকের মধ্যে কোন কোন চিকিৎসক এসে পৌঁছেছেন, না সবাই এসেছেন তা নিশ্চিত করেননি ডা. জাহিদ।

অবশ্য বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসা দিতে মার্কিন তিন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পৌঁছেছেন। যুক্তরাষ্ট্রের চিকিৎসক টিমের সদস্যরা হলেন- ড. ক্রিস্টোস জর্জিয়াডেস, ড. জেমস পিটার অ্যাডাম হ্যামিলটন ও ড. হামিদ আহমেদ আব্দুর রব। তারা বিখ্যাত জনস হপকিনস হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক বলে জানা গেছে।

অবশ্য প্রেস উইংয়ের আরেক সদস্য শামসুদ্দিন দিদার রাত দশটার দিকে জানান, বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দলের দুজন চিকিৎসক সন্ধ্যা সোয়া ৭টায় ঢাকার বিমানবন্দরে এসে পৌঁছেছেন। টিমের আরেক সদস্য ডা. ক্রিস্টোস জর্জিয়াডসের রাত দুইটার (মধ্য রাতে) দিকে ঢাকায় পৌঁছাবার কথা রয়েছে।

এদিকে মঙ্গলবার (২৪ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে বেগম খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

৭৮ বছর বয়সী খালেদা জিয়া গত ৯ আগস্ট থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তিনি কিডনি, ফুসফুস, হৃদরোগ ও লিভারের জটিলতায় ভুগছেন। চিকিৎসকরা খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনে জোর দিচ্ছেন।

এর আগে দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দি হন। দুই বছরের বেশি সময় কারাবন্দি ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী।

বিএনপির সূত্র জানিয়েছে, স্বরাষ্ট্র ও স্বাস্থ্য উভয় মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়েই এই তিন চিকিৎসককে ঢাকায় আনা হয়েছে।