বিনোদন ডেস্ক :
গত ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমা। নির্মাতা রায়হান রাফীর সঙ্গে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধে কোনো চলচ্চিত্রে কাজ করেন তিনি।
ঈদে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে। প্রেক্ষাগৃহেও তাণ্ডবের ঝড় ছিল চোখে পড়ার মতো। তবে পাইরেসির কারণে কয়েক সপ্তাহের মধ্যেই থেমে যায় সেই ঝড়।
তাণ্ডব ঝড় থামলেও শাকিব ঝড় থামেনি। বিগত কয়েকবছর ধরেই ঢালিউডে একচেটিয়া রাজ করছেন তিনি। প্রতি ঈদেই একের পর এক চমক দিয়ে নিজের শক্তির জানান দিচ্ছেন এই সুপারস্টার।
চলচ্চিত্র বিশ্লেষকরাও মনে করেন, শাকিব নিজেই এখন নিজের প্রতিদ্বন্দ্বী। কারণ প্রত্যেক সিনেমাতেই নিজেকে নতুন করে ভাঙছেন তিনি।
শাকিবের এই পরিবর্তনগুলো যে চোখে পড়ার মতো, সেটাই আরও একবার দেখা মিলল কয়েকটি স্থিরচিত্রে। যেগুলো সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তাণ্ডব সিনেমার শুটিংসেটের কিছু দৃশ্য ফাঁস হয়েছে। যেখানে শাকিব খানকে বন্দী অবস্থায় ভাত খেতে দেখা গেছে। হাতের প্লেটে সাদামাটা খাবার, বিধ্বস্ত চেহারা, মুখজুড়ে দাড়ির জঙ্গল, চোখে ক্লান্তি আর হাহাকার এভাবেই দেখা গেল দেশের শীর্ষ নায়ককে।
এক ফ্রেমে বসে আছেন মেঝেতে, অন্য ফ্রেমে হাঁটু জড়িয়ে বসে আছেন নীরব দৃষ্টি নিয়ে। চোখে মুখে হতাশা, ক্লান্তি আর সহ্য করার যন্ত্রণা যেন স্পষ্ট।
ভক্তরা তাকে সবসময় গ্ল্যামারাস রূপে দেখে অভ্যস্ত। কিন্তু তাণ্ডবের জন্য এভাবে নিজেকে ভেঙে গড়েছেন শাকিব। চরিত্রের প্রয়োজনে এমন লুক নিয়ে দর্শকদের চমকে দিয়েছেন তিনি। অনেকেই ছবিটির মাধ্যমে তার অভিনয়শৈলী ও পেশাদারিত্বের প্রশংসা করেছেন।
নির্মাতা দেবাশীষ বিশ্বাস ছবিটি শেয়ার করে তাঁর ফেসবুকে লিখেছেন, ‘আপনি বেঁচে থাকুন! শতবর্ষী হোন! আপনার মাধ্যমে বাংলাদেশি সিনেমা বেঁচে থাকুক।’
‘বরবাদ’খ্যাত নির্মাতা মেহেদী হাসান লিখেছেন, ‘যখন শাকিব খান পর্দায় থাকেন, তখন সেটা অভিনয় নয়, তা একপ্রকার আধিপত্য। তাঁর উপস্থিতিতে পর্দা নিজেই নতি স্বীকার করে। স্যালুট আমাদের মেগাস্টার শাকিব খানকে!’
শাকিব খানের এই ছবিগুলো তুলেছেন ফারহান রোমান। ছবিগুলো শেয়ার করে তিনি লিখেছেন, ‘একজন ফোটোগ্রাফারের ছবি তখনই সার্থক হয় যখন তার ছবি কথা বলে, আর একজন ফটোগ্রাফারের ক্যারিয়ার তখন সার্থক হয় যখন ছবির মানুষটি হয় শাকিব খান। যিনি সমস্ত আবেগ দিয়ে ছবিটাকে কথা বলায়। অভিনেতা তো তাকেই বলে যে অভিনয়কে এতোটাই বাস্তব রূপ দেয় যা দেখে মনে হয় এর থেকে চিরন্তন আবেগ, এর থেকে বাস্তব অনুভূতি হতো আর কিছুই নয়। চরিত্রে ঢুকে যাওয়া মানুষটা খেয়ালই করেনি কে তাকে ফ্রেমে বন্দী করছে কিংবা তাকে দেখছে কত শত মানুষ। এ জন্যই তিনি শাকিব খান।’
প্রসঙ্গত, ঈদে মাল্টিপ্লেক্সে ২৮টি শো দিয়ে যাত্রা করে শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমা। এছাড়া শতাধিক সিঙ্গেল স্ক্রিনেও মুক্তি পায় সিনেমাটি। এটি পরিচালনা করেছেন রায়হান রাফি। শাকিব খান ছাড়াও আরও অভিনয় করেছেন সাবিলা নূর, জয়া আহসান, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত প্রমুখ।