খাগড়াছড়ি জেলা প্রতিনিধি :
খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন তিন শতাধিক নেতাকর্মী।
সোমবার (০৫ জানুয়ারি) বিকেলে এ উপলক্ষে শহরের আদালত সড়কে জেলা বিএনপির কার্যালয়ের মিলনায়তনে এক যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে সেখানে নবাগত সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা বিএনপির সহযোগী সংগঠনের নেতারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। এ সময় তিনি নবাগত নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বলেন, পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।
যোগদান অনুষ্ঠানে এনসিপির নেতারা বলেন, জুলাই-আগস্ট বিপ্লবের পর যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এনসিপি গঠিত হয়েছিল, তা বর্তমানে আর বিদ্যমান নেই। বরং দলটি এখন জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়ে দাঁড়িপাল্লা প্রতীকের রাজনীতিতে যুক্ত হয়েছে, যা তাদের আদর্শের পরিপন্থি। তাই তারা বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।
যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন এনসিপির সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরা, যুগ্ম সদস্য সচিব আবদুর রহমান সায়াদ, নিরুপম চাকমা, রুপালী ত্রিপুরা, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আদনান মাহিনসহ জেলা কমিটির ১৯ জন পদধারী নেতা।
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি 






















